 
  রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাইবার জগতে রাজাকারদের নিশ্চিন্হ করার আহবান
সাইবার জগতে রাজাকারদের নিশ্চিন্হ করার আহবান
 (আইসিটি নিউজ ডেস্ক)  রাজাকারদের  নিশ্চিন্হ করার আহবান জানিয়েছেন দেশের প্রথম এবং সবচেয়ে বড় হ্যাক্টিভিস্ট ও সাইবার নিরাপত্তা দল ‘বাংলাদেশ সাইবার আর্মী’ । সাইবার আর্মী এক বিবৃতিতে জানান -
 (আইসিটি নিউজ ডেস্ক)  রাজাকারদের  নিশ্চিন্হ করার আহবান জানিয়েছেন দেশের প্রথম এবং সবচেয়ে বড় হ্যাক্টিভিস্ট ও সাইবার নিরাপত্তা দল ‘বাংলাদেশ সাইবার আর্মী’ । সাইবার আর্মী এক বিবৃতিতে জানান -
“আমরা ‘বাংলাদেশ সাইবার আর্মী’ দেশের প্রথম এবং সবচেয়ে বড় হ্যাক্টিভিস্ট ও সাইবার নিরাপত্তা দল, সম্মান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের। যাদের কারনে এই গণজাগরন আরো শক্তিশালী হয়েছে। আমরা পেয়েছি অনুপ্রেরনা। শ্রদ্ধাভরে স্মরন করছি ৩০ লক্ষ শহীদ-দের। আর সেই সাথে ‘বাংলাদেশ সাইবার আর্মী’ এই গণজাগরনের সাথে গর্বিতচিত্তে ঐক্য প্রকাশ করছে। এই আন্দোলন যেনো বৃথা না যায় তাই আমরা আমাদের সর্বোচ্চ শক্তি এই জাগরনে ঢেলে দিতে চাই। আমাদের কর্মকান্ড হবে শান্তিপুর্ণ এবং স্বাধীনচেতনা। দেশবাসীদের উদ্দেশ্য করে তারা বলেন , আমরা আজ আমাদের জীবনের সবচেয়ে সুসময়ে এসে উপনীত হয়েছি। আমরা সবাই আজ গর্বিত। আমরা গর্বিত, কারন আমরা সবাই ঐক্যমতে পৌছাতে পেরেছি। আমরা আবারো ফিরিয়ে এনেছি তারুন্যের গৌরব, বাঙালীর অহংকার আর মুক্তিযুদ্ধের দৃঢ় চেতনাকে। শুরুটা করেছিলেন জাহানারা ইমাম আর শেষ করবো আমরা, তরুনরা। আমরা চুকাবো সব। দিন এসেছে, সব কড়ায় গন্ডায় ফেরত দেয়ার। দাবি নিয়ে এসেছি, ফাঁসীর দাবি।”
তারা বিটিসিএল এবং বিটিআরসিকে যুদ্ধঅপরাধির সকল সংঘঠনের ডোমেন নেমকে সল্পতম সময়ের মধ্যে বাতিল এবং ব্লক করে দিতে আহবান জানান ।
বাংলাদেশ সাইবার আর্মী  উইকিপেডিয়তে জামাত এবং জামাতের বাইরে যত রাজাকার আছে সবার সঠিক তথ্যও ইতিহাস তুলে ধরার জন্য দেশবাসীকে অনুরোধ করেন। তারা জানান রাজাকারদের লিস্ট তৈরি করা হচ্ছে। এই লিস্ট কে সমৃদ্ধ করতে আমাদের সাথে যোগাযোগ করুন -  twitter.com/bdcyberarmy । অথবা মেইল করুন - bdcyberarmy.00@gmail.com এই ঠিকানায়।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 