 
  শনিবার ● ২০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১০০ জনকে আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিল বেসিস
১০০ জনকে আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিল বেসিস
তথ্য প্রযুক্তির বিভিন্ন শাখায় অনলাইন আউটসোর্সিং-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং এ কাজে দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ বেসিস আজ ২০ এপ্রিল শনিবার ৪টি পৃথক ক্যাটাগরিতে ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করে। ১৫টি সেরা আউটসোর্সিং কোম্পানী, ১৮টি ব্যক্তি পর্যায়ে, ৬৪টি জেলার ৬৪ জনকে জেলাভিত্তিক সেরা আউটসোর্সিং অ্যাওয়ার্ড এবং সেরা আউটসোর্সিং এর জন্য ৩ জন মহিলাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ২০ এপ্রিল ২০১৩, শনিবার, বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (আইডিইবি) মিলনায়তনে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ শীর্ষক অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান।
অ্যাওয়ার্ড বিজয়ীদের অনুপ্রাণিত করতে এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আরো অধিকহারে ব্যক্তি পর্যায়ে অথবা আইটি উদ্যোক্তা হিসেবে পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে বেসিস-এর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে বেসিস সভাপতি উল্লেখ করেন।
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ও লিডসফ্ট বাংলাদেশ লিমিটেডের সিআইও পাপিয়াস হাওলাদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিস-এর মহাসচিব রাসেল টি আহমেদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, বেসিস-এর প্রাক্তন সভাপতি এ তৌহিদ, রফিকুল ইসলাম রাউলি, জুরি বোর্ড সদস্যবৃন্দ ও বেসিস নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অ্যাওয়ার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।
প্রসঙ্গত, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩ আয়োজনে স্পন্সর ছিলো অগ্রণী ব্যাংক লিমিটেড, লিডসফ্ট বাংলাদেশ লিমিটেড ও বিডিজবস ডট কম লিমিটেড।






 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 