 
  রবিবার ● ১২ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুনে ঢাবিতে ২য় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব
জুনে ঢাবিতে ২য় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব
 গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৫-৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপি ডিইউআইটিএস ২য় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এই উৎসবের আয়োজক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্ত্বরে আয়োজিত এই উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারী সহিংসতারোধে তথ্য-প্রযুক্তির ভূমিকা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৫-৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপি ডিইউআইটিএস ২য় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এই উৎসবের আয়োজক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্ত্বরে আয়োজিত এই উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারী সহিংসতারোধে তথ্য-প্রযুক্তির ভূমিকা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের সরকারী ও বেসরকারী ৫০টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এ উৎসবে অংশ নেবেন। এছাড়াও ঢাকা মহানগরের ২৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছর সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি দল উৎসবে অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুইদিনের উৎসবে প্রকল্প প্রদর্শনী, অ্যাপস তৈরী, গেমিং জোন, প্রযুক্তি নির্ভর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, উদ্যোক্তা সেমিনারসহ নানা আয়োজন থাকছে। আয়োজন করা হয়েছে ফ্রিল্যান্সিং বিষয়ক আলোচনা পর্বও। সারা দেশের যে কোন শিক্ষার্থী এই উৎসেব অংশ নিতে পারবেন। উৎসবের বিস্তারিত জানতে এবং অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য িি.িফঁরঃংনফ.ড়ৎম -এই ঠিকানায় ভিজিট করার অনুরোধ করা হয়েছে। অথবা যোগাযোগ করা যেতে পারে এই নম্বরে-০১৭২৭২০৮৭১৪।
‘উন্নত শিক্ষায় চাই প্রযুক্তিবান্ধব ক্যাম্পাস’-এই স্লোগানে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের প্রযুক্তি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালা, বিষয়ভিত্তিক ই-আড্ডা, সেমিনার, গোলটেবিল বৈঠক, আন্তঃহল কুইজ ও অনলাইন আইডিয়া প্রতিযোগসহ নানা উদ্যোগ নিয়েছে ডিইউআইটিএস।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 