সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার পুরস্কার পেলেন ১০ ফ্রিল্যান্সার
‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার পুরস্কার পেলেন ১০ ফ্রিল্যান্সার
প্রিয়.কম আয়োজিত ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার বিজয়ী ১০ ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসিস মিলনায়তনে গত ১৭ মে সন্ধ্যায় তাদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন তথ্যপ্রযুক্তিবিদ ও প্রিয়.কম সম্পাদক জাকারিয়া স্বপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর, ইল্যান্সের কান্ট্রি ব্যবস্থাপক সাইদুর মামুন খান।
প্রতিযোগিতার অন্যতম সহযোগী ছিল স্মার্ট টেকনলজিস (বিডি) ও বেসিস। স্মার্ট টেকনলজিসের সৌজন্যে বিজয়ীদের কম্প্যাক ল্যাপটপ, স্যামসাং এলইডি মনিটর, স্যামসাং ডিজিটাল ক্যামেরাসহ মোট ১০টি পুরস্কার দেওয়া হয়। ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার বিজয়ী ১০ ফ্রিল্যান্সার হচ্ছেন: শামীম আহমেদ শাহ, নাজমুল হাসান রূপক, শাহনাজ নিপা, ঈসমাইল হোসেন, রাসেল আহমেদ, গোলাম মাওলা, প্রকাশ সরকার, তাজমুল হোসেন বাপ্পা, প্রনব ভট্টাচার্য, রাসেল মিয়া।
এর আগে ওই দিন সকাল ১০টা থেকে একই মিলনায়তনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ওয়ার্ডপ্রেস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রিয়.কম। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আরমান, সিএক্স রানা, তাহের চৌধুরী সুমন ও ইউনুস হোসেইন।





১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম