 
  রবিবার ● ২৬ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওয়ালটনের প্রিমো জি১ এবং এফ১ স্মার্টফোনে মূল্য হ্রাস
ওয়ালটনের প্রিমো জি১ এবং এফ১ স্মার্টফোনে মূল্য হ্রাস
 দেখতে দেখতে অনেকগুলো স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন। বাজারে আসার অপেক্ষায় আছে আরো দুটি স্মার্টফোন প্রিমো জি২ এবং জি৩। এরমধ্যেই ওয়ালটন প্রথমদিকে বাজারে আসা তাদের দুটি স্মার্টফোনের মূল্য হ্রাস ঘোষণা করেছে। স্মার্টফোন দুটি হল প্রিমো জি১ এবং এফ১। দুটি স্মার্টফোনের ১০০০ টাকা মূল্যহ্রাস ঘোষনা করা হয়েছে।
দেখতে দেখতে অনেকগুলো স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন। বাজারে আসার অপেক্ষায় আছে আরো দুটি স্মার্টফোন প্রিমো জি২ এবং জি৩। এরমধ্যেই ওয়ালটন প্রথমদিকে বাজারে আসা তাদের দুটি স্মার্টফোনের মূল্য হ্রাস ঘোষণা করেছে। স্মার্টফোন দুটি হল প্রিমো জি১ এবং এফ১। দুটি স্মার্টফোনের ১০০০ টাকা মূল্যহ্রাস ঘোষনা করা হয়েছে।
বেশ ভাল পারফরমেন্সের ওয়ালটন প্রিমো জি১ স্মার্টফোনটির মূল্য নির্ধারন করা হয়েছিল ১২,৪৯০ টাকা। মূল্যহ্রাসের পর ডিভাইসটির মূল্য পুনঃনির্ধারন করা হয়েছে ১১,৪৯০ টাকা। ডিভাইসটিতে আছে ১ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ৪.৩ ইঞ্চি (৪৮০ বাই ৮০০ পিক্সেল) আইপিএস ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে, ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট রম এবংPowerVR SGX531 জিপিইউ। অ্যান্ড্রয়েড ৪.০.৪ চালিত ডিভাইসটিতে রেয়ার ক্যামেরা আছে ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল। ৩জি সুবিধাসম্পন্ন ডিভাইসটিতে ব্যাটারি আছে ১৮০০ এমএএইচ ক্ষমতার।
অপরদিকে আরো কিছুটা নিম্নমানের স্পেসিফিকেশনের প্রিমো এফ১ ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়েছিল ৯৯৯০ টাকা। মূল্য ছাড়ের পর মূল্য পুনঃ নির্ধারন করা হয়েছে ৮,৯৯০ টাকা। তবে ৪গিগাবাইট মেমোরি কার্ড সহ কিনতে হলে মূল্য পড়বে ৯,৩৯০ টাকা। ওয়ালটনের এই ডিভাইসটিতে আছে ৪ ইঞ্চি (৪৮০ বাই ৮০০ পিক্সেল) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে, ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট রম। এটাতেও জিপিইউ হিসেবে আছে PowerVR SGX531। অ্যান্ড্রয়েড ৪.০.৪ চালিত এবং ৩জি সুবিধা সম্পন্ন ডিভাইসটিতে আরো আছে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 