সোমবার ● ৪ আগস্ট ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মহাশূন্যে প্রথম সেলফি
মহাশূন্যে প্রথম সেলফি
এই তো সেদিন, বাঘের সঙ্গে সেলফি তোলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কী ভীষণ তোলপাড়! আবার কেউ বলছেন সেলফি তোলা একটা মানসিক রোগ। সেলফির এ জয়জয়কার সময়ে মহাশূন্যে প্রথম সেলফিও তোলপাড় করার মতোই ঘটনা। এমনটাই দাবি করছেন মহাকাশচারী বাজ অ্যালড্রিন।
বাজ অ্যালড্রিন চাঁদের মাটিতে হাঁটা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। ১৯৬৯ সালে অ্যাপোলা-১১ এর লুনার মডিউলের মাধ্যমে তিনি চাঁদে নামেন। তবে এতদিন জানতেন না, তিনি এর আগেই একটি রেকর্ড করেছেন। সেটা হলো পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম মানব যিনি কিনা ‘ফার্স্ট স্পেস সেলফি’ তুলেছেন।
১৯৬৬ সালে জেমিনি-১২ এর দশম ও সর্বশেষ মিশনে তিনি সেলফিটি তোলেন। সিএনএনের একটি অনুষ্ঠানে বিষয়টি খোলাসা করেন।
তিনি বলেন, আমি বুঝতেই পারিনি, আমি ছিলাম মহাশূন্যে সেলফির অগ্রদূত।
আরও জানান, এ সময় অন্য একটা মহাকাশযান আজেনার সঙ্গে তাদের যানটি যুক্ত হয়। সেখানে ছিলেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একজন পরীক্ষক। যিনি আলট্রাভায়োলেট নক্ষত্র নিয়ে কাজ করছিলেন। সে সূত্রে তাকে প্রচুর ছবি তুলতে হতো। তবে সেটা শুধু রাতের বেলায়।
অ্যালড্রিন জানান, এ সময় জানালা দিয়ে তাকাতেই দেখেন হিউস্টনের লেক। তখন তিনি ক্যামেরার দিকে তাকালেন এবং বটন টিপে ছবি তুললেন। এটাই হলো সে ঘটনা যার কারণে দাবি করছেন মহাশূন্যে সেলফি তোলার প্রথম রেকর্ডটি তার দখলে।






অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ