শনিবার ● ৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ব্যবহারকারীদের ছবি নিয়ে কোনো ব্যবসা করবে না ফেসবুক
ব্যবহারকারীদের ছবি নিয়ে কোনো ব্যবসা করবে না ফেসবুক
সম্প্রতি ফেসবুক তার প্রাইভেসি-সংক্রান্ত নিয়ম-কানুন পরিবর্তন করেছে। সেই সঙ্গে বদলেছে ফটোগ্রাফারদের বিষয়ে কিছু নিয়ম। অপেশাদার ও পেশাদার উভয় ফটোগ্রাফারদের ছবিকে কর্মাশিয়াল কাজে ব্যবহার করা হতে পারে- এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। তবে ফেসবুক এসব ছবির মালিকদের থেকে ছবির মালিকানা নিয়ে নেবে না বলেও টাইমের এক প্রতিবেদনে বলা হয়।
ফেসবুকের পক্ষ থেকে এক মুখপাত্র ম্যাট স্টেইনফিল্ড বলেন, নিজের তথ্য গোপন করার ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন হবে না। আমরা এমন কিছু বিক্রি করতে পারি না যা আমাদের নয়। যা ফেসবুকে শেয়ার করছেন আপনিই তার মালিক।
যখন কেউ ফেসবুকে সাইন আপ করেন, তখন তিনি ফেসবুকের নন-এক্সিকিউটিভ, ট্রান্সফারেবল, সাব-লাইসেন্সাবল, রয়ালটি-ফ্রি এক বিশ্বব্যাপী কার্যকর লাইসেন্স ব্যবহারের নিয়ম মেনে নেন। এই লাইসেন্সের মাধ্যমে ফেসবুক এর নির্দিষ্ট তথ্য দেখাতে পারে। কিন্তু এর মাধ্যমে তথ্য বিক্রির কোনো নিয়ম নেই। যারা এসবের মালিক তাদের অনুমতি না নিয়ে তা করা যায় না।
সূত্র : ইন্ডিয়া টুডে






অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ