বুধবার ● ৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » তথ্য সংগ্রহের জন্য সড়কে গুগলের গাড়ি
তথ্য সংগ্রহের জন্য সড়কে গুগলের গাড়ি
![]()
গুগল তাদের স্বয়ংচালিত গাড়ি এবার যুক্তরাষ্ট্রের অস্টিন এবং টেক্সাসের সড়কে চালিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। গুগলের প্রোটোটাইপ এই গাড়িটি ঐ দুইটি শহরের পথঘাট থেকে তথ্য সংগ্রহ করছে। সেখানকার যানবাহনের গতি, ট্রাফিক জ্যাম, সড়জের অবস্থা এবং মানুষের চলচলতির তথ্য ও চিত্র সংগ্রহ করছে।
গুগল জানিয়েছে, তারা ২০০৯ সাল থেকে তাদের স্বয়ং চালিত গাড়ি নিয়ে গবেষণা করে আসছে। এই গবেষণার কাজটা বেশির ভাগ সময়ে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে সম্পন্ন হয়েছে।
এরপর আস্তে আস্তে অন্যান্য সড়কেও নামতে শুরু করেছে। গুগল স্বয়ংচালিত লেক্সাস আরএক্স৪৫০এইচ মডেলের একটি গাড়ি এই সপ্তাহেই অস্টিনের সড়কে নামাতে যাচ্ছে।
গত মাসে গুগল ছোট আকারের বাবল শেপড সেলফ ড্রাইভিং কার নিয়ে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ সড়কে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
গুগল জানিয়েছে, ২০২০ সালের মধ্যে বাজারে তাদের স্বয়ংচালিত গাড়ি বাণিজ্যিক ভাবে ছাড়া হবে। তবে গুগল এই কাজটি একা করতে রাজী হয়। এজন্য তারা অংশীদার খুঁজছে।
কিন্তু বেশির ভাগ অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান এখন নিজেরাই স্বয়ংচালিত গাড়ি উৎপাদনের দিকে মনোনিবেশ করেছে। ফলে গুগলের স্বয়ংচালিত গাড়ি উৎপাদনের পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে।
গুগলের স্বয়ংচালিত গাড়িতে মেনুয়াল রাইডিং অপশনও রয়েছে।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ