শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মার্ক জাকারবার্গ এ মাসের শেষ নাগাদ ভারতে আসবেন
মার্ক জাকারবার্গ এ মাসের শেষ নাগাদ ভারতে আসবেন
![]()
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ মাসের শেষ নাগাদ ভারতে আসবেন । ২৮ অক্টোবর আইআইটি-দিল্লির টাউন হলে একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন তিনি। জাকারবার্গ আজ শুক্রবার তাঁর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
জাকারবার্গ লিখেছেন, বর্তমানে ভারতে ১৩ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ভারতের ফেসবুক কমিউনিটিকে অন্যতম সক্রিয় ও পরস্পরযুক্ত কমিউনিটি বলে জাকারবার্গ তাঁর পোস্টে উল্লেখ করেছেন। জাকারবার্গ তাঁর পোস্টটির নিচে প্রশ্ন আহ্বান করেছেন এবং প্রশ্নে ভোট দিতে লাইক দিতে বলেছেন। ফেসবুক থেকে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ওই অনুষ্ঠানে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি। জাকারবার্গের ওই অনুষ্ঠানটি ফেসবুক সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবে বলেও জানান জাকারবার্গ।
প্রসঙ্গত, গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকের প্রধান কার্যালয় পরিদর্শনে যান এবং একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ