মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হয়রানি বন্ধে ইনস্টাগ্রামের নতুন ফিল্টার
হয়রানি বন্ধে ইনস্টাগ্রামের নতুন ফিল্টার
![]()
অনলাইনে হয়রানি রোধে দুটি নতুন ফিল্টার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, প্রথম ফিল্টারটি ব্যবহার করে নেতিবাচক মন্তব্য না করার বিষয়ে সাবধান করা যাবে মন্তব্যকারীদের। আর দ্বিতীয় ফিল্টারটির সাহায্যে ঝামেলা সৃষ্টি করতে পারে-এমন ফলোয়ারদের মন্তব্য পর্যালোচনার জন্য আটকে রাখা সম্ভব হবে।
এসব ছাড়াও দ্বিতীয় ফিল্টারটির সাহায্যে আগে থেকেই এ ধরনের ফলোয়ারদের একটি তালিকা তৈরি করে রাখতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এতে করে ওই ব্যবহারকারী ঠিক কখন লগ-ইন করছেন বা তিনি তালিকায় থাকা ফলোয়ারদের পাঠানো ডিরেক্ট মেসেজ পড়েছেন কিনা, এসব তথ্যও গোপন থাকবে। নতুন ফিল্টার দুটি সম্পর্কে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘অনলাইনে হয়রানি রোধে ইন্ডাস্ট্রির যেকোনও লড়াইয়ে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্যই আমরা সম্পূর্ণ ইনস্টাগ্রাম এক্সপেরিয়েন্সের ব্যাপারে নতুন করে ভাবছি।’
এদিকে, এনগেজেট জানিয়েছে, অতীতেও অনলাইন হয়রানি রোধে নেতিবাচক মন্তব্য ফিল্টার আউট করার মতো ফিচার নিয়ে এসেছিল ইনস্টাগ্রাম। এ বিষয়ে মোজেরির ভাষ্য হচ্ছে, ‘অনলাইন হয়রানি রোধে নেওয়া সিদ্ধান্তের কারণে যদি মানুষ ইনস্টাগ্রাম কম ব্যবহার করে, তাতে কোনও সমস্যা নেই। নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিই গুরুত্বপূর্ণ।’





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ