রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » টেক টিপ্সঃ মুছে ফেলুন পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট
টেক টিপ্সঃ মুছে ফেলুন পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট
![]()
অফিস, পড়াশোনা কিংবা গবেষণার কাজে প্রায়ই প্রেজেন্টেশন তৈরির প্রয়োজন হয়। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের মাধ্যমে কাজটি সহজেই করা যায়।
এ ছাড়া অনলাইনে পাওয়ার পয়েন্টের অনেক ডেমো টেম্পলেটও পাওয়া যায়, যা কাজকে আরো সহজ করে তোলে। তবে অসুবিধা হলো, অনেক টেম্পলেটের নিচে কপিরাইট টেক্সট যুক্ত থাকে। সেগুলো চাইলে সাধারণ নিয়মে সম্পাদনা বা মুছে ফেলা যায়। এ জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করতে হবে।
তারপর ওপরের প্যানেল থেকে ‘view’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘slide Master’ অপশনে ক্লিক করতে হবে।
পরের ধাপে স্লাইড মাস্টার অপশনের ডান পাশে নিচের দিকে কপিরাইট টেক্সটের অংশটুকু দেখা যাবে, যা সম্পাদনা করা যাবে। এ ছাড়া চাইলে ডিলিটও করা যাবে।
এরপর ওপর থেকে ‘close master view’ অপশনে ক্লিক করতে হবে।
এভাবে পাওয়ার পয়েন্ট থেকে ফুটারে থাকা কপিরাইট টেক্সট ডিলিট বা সম্পাদনা করা যাবে।





টেক টিপসঃ ল্যাপটপের আয়ু বাড়ান
এবার উচ্চারণ শিখুন গুগলে!
টেক টিপ্সঃ উইন্ডোজের বিনামূল্যের কিছু সফটওয়্যার
হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কলে সাবধান
টেক টিপসঃ ওয়েবসাইট কী এবং কীভাবে হয়?
সাবধান থাকুন ফেসবুকে ১০ প্রতারক থেকে
ফ্রি সফটওয়্যারের ভান্ডার
ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন
অনলাইন গেমে সচেতনতা
স্মার্টফোনে ভালো পারফরম্যান্স পেতে করনীয়