সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৫ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাইবার হামলা মোকাবেলায় সবদিক দিয়েই প্রস্তুত অলিম্পিক কমিটি
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাইবার হামলা মোকাবেলায় সবদিক দিয়েই প্রস্তুত অলিম্পিক কমিটি
৬৪৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাইবার হামলা মোকাবেলায় সবদিক দিয়েই প্রস্তুত অলিম্পিক কমিটি

 সাইবার হামলা মোকাবেলায় সবদিক দিয়েই প্রস্তুত অলিম্পিক কমিটি

আর মাত্র ২২ দিন পর উন্মোচন হতে যাচ্ছে লন্ডন অলিম্পিক ২০১২-এর পর্দা। প্রযুক্তির জয়জয়কার থাকছে অলিম্পিকের এ আসরে। তবে প্রযুক্তির সঙ্গে বিবেচনা করা হচ্ছে এর নিরাপত্তাব্যবস্থা নিয়েও। সম্প্রতি লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটির পক্ষ থেকে আবার নিশ্চিত করা হলো, এ অলিম্পিকে যেকোনো সাইবার হামলা ঠেকাতে প্রস্তুত তারা। এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ২ লাখ ঘণ্টার পরীক্ষামূলক কার্যক্রম। খবর এপির।
২০০২ সাল থেকে অলিম্পিকের প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সংস্থা অ্যাটোস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার হামলা মোকাবেলায় সবদিক দিয়েই প্রস্তুত তারা। এ ব্যাপারে মহড়াও সম্পন্ন করা হয়েছে। অলিম্পিকে হ্যাকারদের শিকার হতে পারে খেলার ফল নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যাথলেটদের সময়সূচিসহ অন্যান্য তথ্য। হতে পারে রাজনীতিজনিত সাইবার হামলাও।
ব্রিটেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সাড়ে ১১ হাজারেরও বেশি কম্পিউটার নিয়ন্ত্রণ করার দায়িত্ব অ্যাটোসের। আগামী সপ্তাহ থেকে চালু করা হবে অলিম্পিক টেকনোলজি অপারেশনস সেন্টার। ক্যানারি ওয়ার্ফে মূল স্টেডিয়ামের কাছে অবস্থিত এ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সেকেন্ডে সেকেন্ডে কম্পিউটারগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।
অ্যাটোসের প্রধান সমন্বয়ক মিশেল হায়রন জানিয়েছেন, এথিক্যাল হ্যাকারদের মাধ্যমে হামলা চালিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে পুরো সিস্টেমটির নিরাপত্তাব্যবস্থা।
লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটির মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ ব্যয় করা হয়েছে প্রযুক্তির পেছনে। অর্থের হিসাবে তা প্রায় ৩১০ কোটি ডলার। অ্যাটোসের ধারণা, এ আসরে ২০ লাখেরও বেশি মৌলিক তথ্য নিয়ে কাজ করতে হবে তাদের, যা গত আসর অর্থাত্ বেইজিং অলিম্পিকের চেয়ে ৩০ শতাংশ বেশি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেইজিং অলিম্পিকে প্রতিদিন ১ কোটি ২০ লাখেরও বেশিবার নানাভাবে নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘিত হওয়ার উপক্রম হয়েছে।
হায়রনের ধারণা, এ আসরে এ সংখ্যা হতে পারে দৈনিক ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ। তবে সব হুমকিই মারাত্মক নয়। প্রতিদিন ২০টির মতো বড় ধরনের সাইবার হামলা হতে পারে, যেগুলো নিয়ে তদন্ত করার প্রয়োজন হবে। অলিম্পিক গেমসের জন্য গঠিত অ্যাটোসের কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক অ্যাডিবা বলেন, ‘আমাদের মূল দায়িত্ব প্রতিটি মুহূর্ত নজরদারি করা, কোনো কিছুতে অসঙ্গতি দেখলে মিলিসেকেন্ডের ব্যবধানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’
অলিম্পিকের নিরাপত্তা লঙ্ঘনের উদ্দেশ্যে হামলা চালানো প্রায় অসম্ভব জানিয়ে তিনি বলেন, হামলা চালানো অসম্ভব হবে, পুরো নেটওয়ার্কই নিশ্ছিদ্র। নিরাপত্তা বিশেষজ্ঞের চোখ এড়িয়ে হামলা চালানো অসম্ভব হবে।
তিনি আরও বলেন, আসলে শতভাগ নিশ্চিত বলতে কিছু নেই, তবে এটা শতভাগের খুব কাছাকাছি। তিনি জোর দিয়ে বলেন, হামলা চালানো হলেও তা মোকাবেলা করতে সক্ষম হবে অ্যাটোসের দক্ষ কর্মীরা।
মূল আসর শুরু হওয়ার আগে অনলাইনে টিকিট বুকিং নিয়েও সাইবার জালিয়াতি করা হতে পারে। এ ছাড়া হামলা হতে পারে রাজনৈতিক কারণেও। বিশ্লেষকরা জানিয়েছেন, গত বছর ইরান থেকে হামলা চালানো হয় আজারবাইজানের জাতীয় অলিম্পিক কমিটির ওয়েবসাইটে। সেখানে ইসরায়েলবিরোধী মন্তব্য পোস্ট করা হয়েছিল।



প্রধান সংবাদ এর আরও খবর

রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে

আর্কাইভ

রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে