
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন ‘এ৫এক্স’
বাংলাদেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন ‘এ৫এক্স’
প্রযুক্তি প্রতিষ্ঠান অপো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’। ডিভাইসটি আছে আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়।
স্মার্টফোনটির ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিঁখুত স্ক্রিন রেসপন্স দিতে পারে। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়। গ্লাভস ব্যবহার করেও ফোনটিতে স্ক্রল করা যায়। এর আউটডোর মোড সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে।
স্মার্টফোনটিতে আরো রয়েছে ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আপগ্রেডেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স যেমন- এআই ইরেজার ২.০, যেটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়বস্তু মুছে ফেলতে সাহায্য করে। এ মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরো আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে
৭.৯৯ এমএম স্লিম বডি ও ১৯৩ গ্রাম ওজনের ফোনটি লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু এই দুইটি রঙে পাওয়া যাবে। ডিভাইসটির বাজারমূল্য ধরা হয়েছে ১৩, ৯৯০ টাকা।
অপো এ৫এক্স (৪ জিবি+৬৪ জিবি) প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, ১ মাসের ফ্রি বঙ্গ সাবস্ক্রিপশন অথবা কম্বো গিফ্ট বক্স।