
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আইটেল সিটি সিরিজের নতুন স্মার্টফোন সিটি ১০০
বাজারে আইটেল সিটি সিরিজের নতুন স্মার্টফোন সিটি ১০০
স্মার্টফোন ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করলো তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন সিটি ১০০। ১১,৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ৬.৭৫ ইঞ্চি আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস সমৃদ্ধ। এটি আইপি৬৪ রেটেড ধুলো ও পানি প্রতিরোধী। ফোনটি ১.৫ মিটার উচ্চতা থেকে ২৫,০০০ মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি।
এতে আছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি।
ডিভাইসটিতে রয়েছে ডিপসিক আরওয়ান এআই মডেল। এই প্রযুক্তি ব্যবহারকারীদের দিচ্ছে টেক্সট থেকে ওয়ালপেপার তৈরি, পছন্দের ছবিকে স্টাইলাইজ, ইনস্ট্যান্ট অনুবাদ, ইমেজ-টু-টেক্সট, এআই ভয়েস স্ন্যাপ, এআই লেখালেখি, কল নয়েজ রিডাকশন এবং এক ক্লিকে অনলাইন খোঁজ সহ নানা স্মার্ট ফিচার।