
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনারের ঈদ অফার
অনারের ঈদ অফার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। এ ক্যাম্পেইনে ক্রেতারা জিতে নিতে পারবেন বিভিন্ন পুরস্কার। এ ঈদ ক্যাম্পেইন চলবে ঈদুল আযহার দিন পর্যন্ত।
ক্যাম্পেইনের অধীনে, অনুমোদিত কোন অনার ব্র্যান্ড শপ থেকে অনার স্মার্টফোন বা ট্যাবলেট কিনে অংশগ্রহণ করা যাবে বিশেষ এ ক্যাম্পেইনে। এতে থাকছে ইলেকট্রিক স্কুটার, এয়ার কন্ডিশনার, অনার প্যাড এক্স৯ এলটিই, ডিপ ফ্রিজার, অনার ব্যাকপ্যাক, অনার এক্স৭ লাইট বাডস সহ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদুল আজহা আসে ভালোবাসা, উদযাপন ও ত্যাগের বার্তা নিয়ে। আমরা চাই এই উৎসবের আনন্দ আমাদের ক্রেতাদের মাঝেও ছড়িয়ে দিতে; আর সে জন্যই আমরা এ ক্যাম্পেইন নিয়ে এসেছি। ইলেকট্রিক স্কুটারসহ ক্যাম্পেইনের পুরস্কারগুলোর মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনে গতি নিয়ে আসতে চাই; একইসাথে উপহারগুলো ক্রেতাদের স্টাইল বাড়িয়ে তুলতেও ভূমিকা রাখবে।