সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ৫, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে সিটিজেন ব্র্যান্ডের পস, বারকোড ও লেভেল প্রিন্টার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে সিটিজেন ব্র্যান্ডের পস, বারকোড ও লেভেল প্রিন্টার
৮৭ বার পঠিত
বুধবার ● ২৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে সিটিজেন ব্র্যান্ডের পস, বারকোড ও লেভেল প্রিন্টার

---বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত ২৪ জুন ২০২৫ তারিখে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটিজেন ব্র্যান্ডের ২টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়। মডেলগুলো হচ্ছে সিটিজেন সিটি-ডি১৫০ এবং সিটিজেন সিএলই-৩২১।

সিটিজেন সিটি-ডি১৫০ মডেলটি একটি কমপ্যাক্ট ও উচ্চ-দক্ষতার থারমাল পস প্রিন্টার, যা রিটেইল, রেস্টুরেন্ট এবং পস ব্যবস্থার জন্য আদর্শ। এটি প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত দ্রুত প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই রেজ্যুলেশনে স্পষ্ট ও প্রফেশনাল মানের রিসিট প্রিন্ট করে। সহজ ড্রপ-ইন, পেপার লোডিং, ইউএসবি ও সিরিয়াল সংযোগ সুবিধা এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি যেকোনো ব্যবসায়িক পরিবেশে ব্যবহারযোগ্য এবং সহজ সমাধান হিসেবে কাজ করে। এতে বিল্ট-ইন অটো-কাটার রয়েছে, ফলে ম্যানুয়ালি কাটতে হয়না এবং এতে কাজের গতি বাড়ে। এতে একটি পাওয়ার সেভিং মোড রয়েছে যা এর দীর্ঘস্থায়ী প্রিন্টিং ক্ষমতা বজায় রাখবে। প্রিন্টারটি উইন্ডোজ, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা এটিকে আরও বহুমুখী করে তুলেছে। প্রিন্টারটির সামনে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে যা প্রিন্টারের বর্তমান অবস্থা যেমন পেপার শেষ, ত্রুটি, প্রস্তুত ইত্যাদি স্পষ্টভাবে দেখায়। এই প্রিন্টারটি অত্যন্ত কম শব্দে কাজ করে, যা হসপিটালিটি বা কাস্টমার সেবা প্রদান সংক্রান্ত পরিবেশের জন্য উপযুক্ত।

সিটিজেন সিএলই৩২১ একটি কমপ্যাক্ট, উচ্চ-দক্ষতা সম্পন্ন বারকোড লেবেল প্রিন্টার। যা ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, লজিস্টিক প্রতিষ্ঠান এবং ব্রান্ড শপে ব্যবহারের জন্য উপযুক্তভাবে ডিজাইন করা হয়েছে। এটি প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি (২০০ মিমি/সেকেন্ড) পর্যন্ত দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই পর্যন্ত উচ্চ রেজ্যুলেশন আউটপুট সরবরাহ করে। এই প্রিন্টারটিতে বিভিন্ন ধরনের মিডিয়া সমর্থন করে, যেমন রোল বা ফ্যানফোল্ড মিডিয়া, পাশাপাশি ডাই-কাট, কন্টিনিউয়াস, পারফোরেটেড লেবেল, ট্যাগ এবং টিকিট। সিটিজেন কোম্পানি প্রিন্টারটিকে চিরন্তন এলিগেন্স বজায় রেখে এমনভাবে ডিজাইন করেছে যেন এটি এফোর কাগজের চেয়ে কম জায়গা নেয়। এই লেবেল প্রিন্টারটি একাধিক ভাষা সাপোর্ট করে, যেমন ডাটাম্যাক্স ডিএমএক্স, জেব্রা জেডপিএল২, এলট্রন ইপিএল২ এবং ক্রস ইমুলেশন অটো সুইচিং প্রযুক্তি তাই এটি বিভিন্ন বিদ্যমান সিস্টেমের সঙ্গে সহজেই সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, সিটিজেন পন্য ব্যবস্থাপক আবু সোলায়মান পলাশ এবং হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল। অন্যদিকে, সিটিজেন সিস্টেমস জাপান কো. লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্টার সেলস বিভাগের প্রতিনিধি ইয়োহেই কোয়ামা এবং টেকনিক্যাল সাপোর্ট সেকশন এর প্রতিনিধি সাতোরু হিগুয়েছি।

মুজাহিদ আল বেরুনী সুজন এ সময় বলেন, জাপানি ব্রান্ড সিটিজেন এর এই যাত্রা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত পন্য তালিকাকে সমৃদ্ধ করবে এবং ব্যবহারকারীরা উন্নততর সেবা পাবেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

নগদ ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু নগদ ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু
ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ নূন্যতম ৫০০ টাকায় ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ নূন্যতম ৫০০ টাকায়
কানেক্ট লাইভ টোকিও ২০২৫ এ অংশ নিচ্ছে বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া কানেক্ট লাইভ টোকিও ২০২৫ এ অংশ নিচ্ছে বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
অপারেশনাল প্রফিটে প্রিয়শপ অপারেশনাল প্রফিটে প্রিয়শপ
ব্রাদার পার্টনার ডে ২০২৫ অনুষ্ঠিত ব্রাদার পার্টনার ডে ২০২৫ অনুষ্ঠিত
বাংলার প্রেমে উইকি ২০২৫ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ বাংলার প্রেমে উইকি ২০২৫ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ
পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
র‌্যানসমওয়্যার হামলাঃ গড়ে ১০ লাখ ডলার গুনছে প্রতিষ্ঠানগুলো র‌্যানসমওয়্যার হামলাঃ গড়ে ১০ লাখ ডলার গুনছে প্রতিষ্ঠানগুলো

আর্কাইভ

নগদ ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু
ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ নূন্যতম ৫০০ টাকায়
কানেক্ট লাইভ টোকিও ২০২৫ এ অংশ নিচ্ছে বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
অপারেশনাল প্রফিটে প্রিয়শপ
ব্রাদার পার্টনার ডে ২০২৫ অনুষ্ঠিত
বাংলার প্রেমে উইকি ২০২৫ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ
পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
র‌্যানসমওয়্যার হামলাঃ গড়ে ১০ লাখ ডলার গুনছে প্রতিষ্ঠানগুলো