
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে আসছে চিন্ট ব্র্যান্ডের এলইডি লাইট
বাংলাদেশে আসছে চিন্ট ব্র্যান্ডের এলইডি লাইট
বিশ্বখ্যাত এলইডি লাইটিং ব্র্যান্ড চিন্ট এবার বাংলাদেশে আত্মপ্রকাশ করছে, যার মাধ্যমে ভোক্তারা পেতে যাচ্ছেন অত্যাধুনিক লাইটিং প্রযুক্তি। এই উপলক্ষে, ডিএক্স হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সম্প্রতি ঝিঝাং চিন্ট লাইটিং কোম্পানি লিমিটেডের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন এবং চিন্ট লাইটিংয়ের বৈদেশিক বিক্রয় ডিপার্টমেন্টের প্রতিনিধি মাইকেল প্যান।
এ উপলক্ষ্যে দেওয়ান কানন বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে চিন্ট এর বিশ্বমানের লাইটিং সলিউশন এখন আমাদের বাজারে এসেছে, যা শুধু ঘর ও অফিস নয়, বরং কোটি মানুষের আকাক্সক্ষাকে আলোকিত করবে। চিন্ট এর লাইটিং পণ্যসমূহে থাকবে দুই বছরের ওয়ারেন্টি।