
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জীববিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যাম্প ‘এএসআই স্কুল অফ লাইফ ২০২৫’
জীববিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যাম্প ‘এএসআই স্কুল অফ লাইফ ২০২৫’
স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে জীব বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ ও অনুসন্ধানী মানসিকতা তৈরি করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প ‘এএসআই স্কুল অফ লাইফ ২০২৫’। জীবনের জটিল রহস্য উন্মোচনে তরুণদের প্রস্তুত করতে ও বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞান পিপাসা জাগিয়ে তুলতেই এই আয়োজন।
দুই ধাপে সাজানো এই ক্যাম্পে থাকবে অনলাইনভিত্তিক তাত্ত্বিক শিক্ষা এবং অফলাইন পর্বে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণাভিত্তিক ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত গড়ে তুলবে।
প্রথমধাপের অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হবে ২৪-২৭ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুগল ক্লাসরুম ও জুম প্ল্যাটফর্মে অংশ নেবে দেশের বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে। এই ধাপে শিক্ষার্থীরা জীবনের জটিল বিষয়গুলো নিয়ে জানবে এবং গবেষণার প্রাথমিক ধারণা লাভ করবে।
অনলাইন ক্যাম্প শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে দ্বিতীয় ধাপের অফলাইন ক্যাম্প, যা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। এখানে তত্ত্বীয় পাঠের পাশাপাশি ল্যাবে সরাসরি কাজ করার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা ভ্রমণ করবে দেশের স্বনামধন্য গবেষণাগারগুলোতে। অফলাইন ক্যাম্পের শেষে বাছাইকৃত ১২ জন শিক্ষার্থীকে দেশের খ্যাতনামা গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, যা তাদের জীববিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রস্তুতিতে সহায়ক হবে।
এই ক্যাম্পে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘জুনিয়র’ ক্যাটাগরিতে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘সিনিয়র’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে এএসআই স্কুল অব লাইফ ২০২৫।