 
  বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই৫
শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই৫
 ওয়ানপ্লাস বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড সিই৫। ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর, যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩.৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে। গ্রাফিক্সের জন্য আছে মালি-জি৬১৫ জিপিইউ যা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি শক্তিশালী ও ৫৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং সবই হয় অনেক মসৃণ ও দ্রুত।
ওয়ানপ্লাস বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড সিই৫। ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর, যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩.৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে। গ্রাফিক্সের জন্য আছে মালি-জি৬১৫ জিপিইউ যা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি শক্তিশালী ও ৫৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং সবই হয় অনেক মসৃণ ও দ্রুত।
এতে রয়েছে আধুনিক এলপিডিডিআর ৫ এক্স র্যাম, যা অ্যাপ চালানো ও গেম খেলার সময় মসৃণতা নিশ্চিত করে। গেমপ্রেমীদের জন্য রয়েছে বিজিএমআই ও সিওডিএম গেম খেলার সুবিধা ১২০ এফপিএস পর্যন্ত। ফোনটি আনটুটু বেঞ্চমার্কে ১৪.৭ লাখ স্কোর করেছে যা এই দামের ফোনের মধ্যে শীর্ষে।
ফোনটিতে আছে ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাধারণত ট্যাবলেটে দেখা যায়। ফোনটিতে আছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং।
ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে এতে আছে ওয়ানপ্লাসের ব্যাটারি হেলথ ম্যাজিক প্রযুক্তি যা চার্জিং ব্যবস্থাপনা বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে। এছাড়া রয়েছে বাইপাস চার্জিং সুবিধা, যার মাধ্যমে গেম খেলার সময় ফোন সরাসরি চার্জার থেকে বিদ্যুৎ নেয়, ব্যাটারি থেকে নয়। এতে গরম কম হয় এবং ব্যাটারি বেশি দিন ভালো থাকে। ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ সেন্সর যার সাথে রয়েছে ওআইএস প্রযুক্তি, ফলে ছবি হয় ঝকঝকে ও ব্লারবিহীন। ভিডিওর জন্য আছে ফোর-কে ৬০ এফপিএস এইচডিআর রেকর্ডিং সুবিধা যা ফ্র্রেম বাই ফ্রেমে রঙ ও ডিটেইল ধরে রাখে নিখুঁতভাবে। নতুন আল্ট্রা এইচডিআর লাইভ ফটো ফিচার ছবিগুলোকে করে আরও জীবন্ত।
ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৩৫,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাচ্ছে মার্বেল মিস্ট ও ব্লাক ইনিফিনিটি এই দুটি রঙে। প্রতিটি ওয়ানপ্লাস প্রোডাক্টের সঙ্গে থাকছে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 