
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশ অ্যাপেই এখন পাওয়া যাচ্ছে রেমিটেন্স স্টেটমেন্ট
বিকাশ অ্যাপেই এখন পাওয়া যাচ্ছে রেমিটেন্স স্টেটমেন্ট
বিকাশ অ্যাপে এবার যুক্ত হয়েছে ‘রেমিটেন্স স্টেটমেন্ট’ সেবা। নতুন যুক্ত হওয়া এই ফিচারের মাধ্যমে এখন গ্রাহক যেকোনো সময় তাঁর প্রয়োজনমত রেমিটেন্স স্টেটমেন্ট নিতে পারবেন, যা অ্যাকাউন্টে গ্রহণ করা রেমিটেন্সের রেকর্ড রাখবে। আয়কর পরিশোধের ক্ষেত্রেও এই স্টেটমেন্ট কাজে লাগবে।
বিকাশ অ্যাপের রেমিটেন্স আইকনে তিনটি ট্যাব যুক্ত আছে- দেশ অনুযায়ী অপারেটর, রেমিটেন্স স্টেটমেন্ট এবং রিসিট।
স্টেটমেন্ট অংশে ট্যাপ করে গ্রাহক রেমিটেন্স স্টেটমেন্ট নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। চাইলে ৩০ দিন, ১৮০ দিন, কর-বছর বা নিজের পছন্দমত তারিখ অনুসারে রেমিটেন্সের স্টেটমেন্টের জন্য রিকুয়েস্ট করা যাবে। দিনে ২ বার ও মাসে সর্বোচ্চ ৫ বার এই রিকুয়েস্ট করা যাবে। রিকুয়েস্ট জমা দেয়ার পর সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহক। স্টেটমেন্ট তৈরি হলে অ্যাপে নোটিফিকেশনও পাবেন গ্রাহক। গ্রাহক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে স্টেটমেন্টটিকে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে। গ্রাহক রেমিটেন্স স্টেটমেন্টটি পাবেন বিনামূল্যে।