
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টফিতে সরাসরি দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ
টফিতে সরাসরি দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ
২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। বাংলালিংকের ডিজিটাল পোর্টফোলিওর অংশ এ প্ল্যাটফর্মটি শুরু হওয়া ইপিএল এর ৩৮০টি ম্যাচের সরাসরি সম্প্রচার ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, টফিতে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ সরাসরি দেখানোর মাধ্যমে আমরা দর্শকদের জন্য শুধুমাত্র বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতাই নিশ্চিত করছি না, পাশাপাশি খেলাধুলা ও বিনোদন উপভোগের ধরন বদলে দিয়ে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরেও অবদান রাখছি। টফির মাধ্যমে কোটি মানুষ একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশে^র বিভিন্ন খেলা, বিনোদন ও শিক্ষামূলক কনটেন্ট উপভোগ করতে পারছেন।