
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে অপো’র নতুন স্মার্টফোন এ৫
বাংলাদেশে অপো’র নতুন স্মার্টফোন এ৫
প্রযুক্তি ব্র্যান্ড অপো এর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ১৯,৯৯০ টাকায় ডিভাইসটি সারাদেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে।
ডিউরেবিলিটি হচ্ছে অপো এ৫ এর মূল বিষয়। পাশাপাশি এর আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স ফিচার হঠাৎ ছুটে আসা পানি বা ধুলাবালি থেকে ডিভাইসটিতে সুরক্ষিত রাখবে। ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ফোনটিকে হাত থেকে পড়ে যাওয়া বা কোণায় আঘাত পাওয়া থেকে সুরক্ষিত রাখবে। এর এসজিএস গোল্ড সার্টিফিকেশন যেকোনো প্রতিকূল পরিবেশের জন্য উপযুক্ত।
ফোনটিতে ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জের সাথে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। ফোনটির এআই ইরেজার ২.০ ফিচার, মাত্র কয়েকটি ট্যাপে ছবির অনাকাঙ্খিত অংশ সরিয়ে মুহূর্তেই এডিট করার সুযোগ দেয়।
ডিভাইসটি দেখতে বেশ স্লিক ও স্টাইলিশ। এর আল্ট্রা-ব্রাইট ১,০০০ নিট ডিসপ্লে প্রখর সূর্যালোকেও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে। মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন, দুইটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপোতে আমাদের ক্রেতারা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পান। অপো এ৫-এর মাধ্যমে, বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারী ডিউরেবল প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, পারফরম্যান্স বা মানের সাথে কোনো প্রকার আপস করা ছাড়াই।