রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৯ম ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ (টেকনোজিয়ান) এ বাংলাদেশের দলের সাফল্য
৯ম ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ (টেকনোজিয়ান) এ বাংলাদেশের দলের সাফল্য
হরিমোহন সায়েন্স ক্লাব (রাজশাহী) এর দুই তরুণ উদ্ভাবক মোঃ ত্ব-সীন ইলাহী (ক্লাস ১১) ও মোঃ আবদুস সিয়াম (ক্লাস ১০) তাদের প্রকল্প ‘অরা গার্ড: সেফ ড্রাইভিং সিস্টেম’ এর মাধ্যমে গত ২ সেপ্টেম্বর, ২০২৫ এ বিশ্বব্যাপী স্বীকৃ
ত ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ (টেকনোজিয়ান) ২০২৫-এ ‘ইনোভেশান (জুনিয়র)’ বিভাগে ২য় রানার্স-আপ হয়েছেন। এই বছরের আন্তর্জাতিক প্রতিযোগিতাটি নয়াদিল্লীর নয়ডা ইনডোর স্টেডিয়ামে ৩০ আগস্ট - ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ২০২৩ সালে টেকনোজিয়ানের সদস্যপদ অর্জন করে এবং এরপর থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। সদস্যপদ পাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অফিসিয়াল দল পাঠালো। যদিও ২০২৫ সালের জন্য কোনো জাতীয় সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়নি, তবে ২০২৪ সালের নির্বাচিত দলগুলোকেই আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
টেকনোজিয়ান বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর রেদওয়ান ফেরদৌস বলেন, বাংলাদেশি তরুণদের এই সাফল্য আমাদের উদ্ভাবন সক্ষমতার প্রমাণ। অরা গার্ড প্রকল্প শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, সামাজিক প্রভাবেও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বাংলাদেশের আরও দল বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।





১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম