সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ৩১, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য গবেষণার কাজ জোরদার করতে হবে -দিলীপ বড়ুয়া
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য গবেষণার কাজ জোরদার করতে হবে -দিলীপ বড়ুয়া
৫৪৮ বার পঠিত
রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য গবেষণার কাজ জোরদার করতে হবে -দিলীপ বড়ুয়া

দিলীপ বড়ুয়াশিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের লক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদার করতে শিল্প মন্ত্রণালয় খুব শিগগিরই বুয়েটের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ।
তিনি বলেন, এর আওতায় বুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশীয় শিল্পোদ্যোক্তাদের মাঝে বিপণন করে প্রাপ্ত রয়্যালটির অর্থ শিক্ষার্থীদের গবেষণা কাজে পুনরায় বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে দেশে সৃজনশীল তরুণ শিল্পোদ্যোক্তা ও গবেষক সৃষ্টির পথ সুগম হবে।
শিল্পমন্ত্রী আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১২’ এ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে।
এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই‘র নবনির্বাচিত প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ ও এমসিসিআই‘র সাবেক প্রেসিডেন্ট এম. আনিস উদ দৌলা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিযোগিতার টেলিকম পার্টনার ও বাংলালিংকের উপ-পরিচালক (বিপণন) সোলায়মান আলম, প্রতিযোগিতায় বিজয়ী তরুণ ব্যবসায় পরিকল্পনাকারী সামিয়া শরীফ, মো. ইব্রাহিম খলিল চৌধুরী ও রিশাদ আহমেদ বক্তৃতা করেন।
দিলীপ বড়ুয়া বলেন, প্রতিযোগিতায় বিজয়ী তরুণ ব্যবসায় পরিকল্পনাকারীদের প্রকল্প বাস্তবায়নের জন্য সিঙ্গেল ডিজিট সুদে ঋণ পেতে এসএমই ফাউন্ডেশন থেকে সহায়তা দেয়া হবে। এ ক্ষেত্রে তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করেন।
তিনি প্রতিযোগিতায় বিজয়ী তরুণ শিল্প উদ্যোক্তারা ভবিষ্যতে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনবদ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এমএসই ফাউন্ডেশন আয়োজিত এ ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা তরুণ ব্যবসা পরিকল্পনাকারীদের স্বপ্নের দুয়ার খুলে দেবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির চলমান ধারা অব্যাহত রাখতে হলে, দেশে নতুন নতুন সৃজনশীল শিল্প উদ্যোগ লাগবে। কেবলমাত্র কৃষিখাতের ওপর নির্ভর করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা সম্ভব নয়। এ ক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারা এসএমই শিল্পখাত বিকাশের জন্য শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ গড়ে তোলার তাগিদ দেন। এলক্ষ্যে তারা দেশের তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের সৃজনশীল নতুন নতুন শিল্প উদ্যোগ নিয়ে এগিয়ে আসার পরামর্শ দেন।
এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতায় জন্য সারাদেশ থেকে নবীণ উদ্যোক্তাদের জন্য ৪শ‘ ৭৫টি আবেদন জমা পড়ে। প্রতিযোগিতায় বুয়েটের শিক্ষার্থী সামিয়া শরিফ এবং মাহমুদুল ইসলাম তপুর দাখিলকৃত ধানের তুষের ছাই থেকে সোডিয়াম সিলিকেট তৈরির ব্যবসায় পরিকল্পনা প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইব্রাহিম খলিল চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের দল দাখিলকৃত কলা গাছের ছাল থেকে সুতা উৎপাদন পরিকল্পনা দ্বিতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিশাদ আহমেদ এর নেতৃত্বে তিন সদস্যের দল দাখিলকৃত বাঁশ পাতা ও ধানের তুষ থেকে কাগজের বোতল উৎপাদন পরিকল্পনা তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের হাতে যথাক্রমে পাঁচ লাখ টাকা, চার লাখ টাকা ও তিন লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন।



ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন: প্রয়োজন সহায়ক নীতি
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি
৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে: সেলসফোর্সের গবেষণা
সেরা তিন রাইডারকে ওমরাহ’য় পাঠাচ্ছে ফুডপ্যান্ডা
বিকাশ অ্যাপে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
বাংলাদেশে টেকনো’র মেগাবুক কে১৫এস ল্যাপটপ
দেশের বাজারে অনার নিয়ে এলো ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৫’
ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও