সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » দেশের বিপর্যয়ে দুই নেত্রীকে এরশাদের চিঠি
প্রথম পাতা » নিউজ আপডেট » দেশের বিপর্যয়ে দুই নেত্রীকে এরশাদের চিঠি
৬০৬ বার পঠিত
বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিপর্যয়ে দুই নেত্রীকে এরশাদের চিঠি

দেশে ‘বিপর্যয়’ নেমে এসেছে, মন্তব্য করে সংকট মোচনে আলোচনায় বসার তাগিদ দিয়ে দুই প্রধান দলের নেত্রীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বুধবার চিঠি পাঠানোর বিষয়টি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন। তবে আওয়ামী লীগ ও বিএনপি জানিয়েছে, এখন পর্যন্ত চিঠি তাদের হাতে পৌঁছেনি।

প্রায় অভিন্ন ভাষায় লেখা দুটি চিঠিতে এরশাদ বলেন, ‘আমি আজ বয়সের শেষ প্রান্তে পৌঁছেছি। এই দিগন্তে দাঁড়িয়ে ভারাক্রান্ত মনে আপনাদের কাছে একান্ত প্রার্থনা জানাই-এই মুহূর্তে কোনো হিংসা বা জেদ নয়, ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে এগিয়ে আসুন সংকট মোচনের আলোচনায়। শান্তির পথে উদ্যোগ নিয়ে ইতিহাসে সমৃদ্ধ হয়ে থাকুন। দিশেহারা জাতি একান্তভাবে কামনা করছে, আপনারা প্রধান দুটি দলের দুই সম্মানিত নেত্রী একত্রে বসুন- আমিও আপনাদের পাশে থাকব।’

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এরশাদ বলেন, ‘মাননীয় নেত্রী, আল্লাহর অসীম রহমতে আজ আপনি দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী। এখন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার অবস্থান থেকে এই মুহূর্তে আপনি শান্তির উদ্যোগ গ্রহণ করতে পারেন। আপনি বিরোধী নেতাকে ডাকুন, আমাকে ডাকুন, সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের নেতাদের ডাকুন এবং দেশের বরেণ্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকেও ডাকুন। আলোচনায় বসুন। আমার বিশ্বাস, আপনার আহ্বানে সবাই সাড়া দেবেন। যদি কেউ না আসেন, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন।’ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর অবস্থান থেকে এই উদ্যোগ জরুরি বলে এরশাদ উল্লেখ করেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে লেখা চিঠিতে এরশাদ বলেন, ‘আপনার দেশপ্রেম আমার কাছে প্রশ্নাতীত। সেই বিশ্বাস এবং আস্থা রেখেই দলীয় গণ্ডি পেরিয়ে আপনাকে এই নিবেদন করছি যে, আসুন এবার বিগত দিনের সকল তিক্ততা মুছে দিয়ে এবং ভুলে গিয়ে দেশে বিরাজমান সংকট উত্তরণের উপায় খুঁজে বের করি। আমি বিশ্বাস করি, সংকট যত তীব্র হয়, সমাধানের তাগিদ তত প্রবল হয়। আজকের প্রেক্ষাপটে এটা সর্বজনবিদিত যে, স্বাধীনতাত্তোর বাংলাদেশে এত বড় রাজনৈতিক সংকট ইতিপূর্বে আর কখনো ঘটেনি।’
এরশাদ লিখেছেন, ‘গণতন্ত্রের ভবিষ্যতের কথা চিন্তা করে আসুন আমরা সবাই একসাথে বসে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় বের করি। আর সেই উদ্যোগটা আসুক সবার আগে আপনারই পক্ষ থেকে।’

যোগাযোগ করা হলে বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান  বলেন, ‘হয়তো সংসদের কার্যালয়ে চিঠি এসে থাকতে পারে।’ তিনি প্রশ্ন রাখেন, সরকারের শরিক এরশাদ যে চিঠি দিয়েছেন, তা সরকারের পক্ষ থেকে কি না বা সরকারের পক্ষ তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে কি না?

অন্যদিকে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে