 
  শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোনের স্ক্রিনের দাগ দূর করুন খুব সহজেই
স্মার্টফোনের স্ক্রিনের দাগ দূর করুন খুব সহজেই
মোবাইল যখন পকেটে থাকে, তখন দাগ পড়াটা স্বাভাবিক। আর প্রটেক্টর ব্যবহার করলেও, হাতের আচঁড় লেগে অথবা পড়ে গিয়েও দাগ বসে যেতে পারে শখের স্মার্টফোনটিতে।
তবে, ছোট খাট কিছু পদ্ধতি অনুসরণ করলেই আমরা খুব সহজেই নিজ হাতেই স্মার্টফোনের ডিসপ্লে অথবা অন্যান্য স্থানের আচঁড় তুলে ফেলতে পারি।
চলুন দেখে নেয়া যাক, কিভাবে খুব সহজেই মোবাইল স্ক্রীনের দাগ/আচঁড় দূর করার যায়ঃ
এক টুকরো পাতলা কাপড়ে সামান্য পরিমানে টুথপেস্ট নিয়ে দাগ পড়া স্থানে হালকা ভাবে ঘষতে থাকুন। অল্প কিছুক্ষনের মধ্যেই দাগ চলে যাবে আশা রাখি। তারপর, আরেকটি ভেজা ও পরিষ্কার কাপড় দিয়ে মোবাইলটি মুছে নিন। তবে এক্ষেত্রে, জেলজাতীয় টুথপেষ্ট ব্যবহার না করাই উত্তম।
একটি পাত্রে দুই ভাগ সোডা এবং এক ভাগ জল মিশিয়ে পেস্টের মত তৈরী করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আচঁড়ের দাগ মুছে নিতে হবে। মুছা শেষে, আবার আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে পেস্ট মুছে ফেলতে হবে।
বেবি পাউডার ব্যবহারঃ
বেকিং সোডা বা টুথপেস্টের বদলে ছোট বাচ্চাদের পাউডার ব্যবহার করেও স্মার্টফোনের স্ক্রিনের দাগ দূর করা সম্ভব। একই পদ্ধতিতে পানির সাথে পাউডার মিশিয়ে প্রথমে পেস্ট তৈরী করে নিতে হবে তারপার স্ক্রাচ দূর করতে হবে।
ভেজিটেবল ওয়েল পদ্ধতিঃ
স্মার্টফোনের স্ক্রিনে বা অন্যান্য অংশে ছোট স্ক্র্যাচের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল ওয়েল। আঁচড়ের উপর এক ফোটা ওয়েল ফেলে পাতলা নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
শিরিষ কাগজ ব্যবহারঃ
শিরিষ কাগজ ব্যবহার করেও মোবাইলের ট্যাপ খাওয়া বা দাগ পড়া অংশগুলোকে মসৃন করা যেতে পারে। তবে, যতটা সম্ভব মসৃণ শিরিষ কাগজ ব্যবহার করাই উচিৎ। খুব সাবধানে এবং হালকা ভাবে ঘষে দাগ তুলতে হবে। অন্যতায় আরো বেশি আঁচড় পড়ে যেতে পারে।
তবে, উপরের পদ্ধতি সমূহ ব্যবহার করে স্ক্রিনের দাগ মুছার আগে মুঠোফোনটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। এবং ফোনের ভিতরে তরল পদার্থ যেন ঢুকতে না পারে তাই হেডফোন এবং চার্জারের পোর্ট সমূহ বন্ধ করে দেয়াই উত্তম।








 টেক টিপসঃ ল্যাপটপের আয়ু বাড়ান
    টেক টিপসঃ ল্যাপটপের আয়ু বাড়ান     এবার উচ্চারণ শিখুন গুগলে!
    এবার উচ্চারণ শিখুন গুগলে!     টেক টিপ্সঃ উইন্ডোজের বিনামূল্যের কিছু সফটওয়্যার
    টেক টিপ্সঃ উইন্ডোজের বিনামূল্যের কিছু সফটওয়্যার     হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কলে সাবধান
    হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কলে সাবধান     টেক টিপসঃ ওয়েবসাইট কী এবং কীভাবে হয়?
    টেক টিপসঃ ওয়েবসাইট কী এবং কীভাবে হয়?     সাবধান থাকুন ফেসবুকে ১০ প্রতারক থেকে
    সাবধান থাকুন ফেসবুকে ১০ প্রতারক থেকে     ফ্রি সফটওয়্যারের ভান্ডার
    ফ্রি সফটওয়্যারের ভান্ডার     ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন
    ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন     অনলাইন গেমে সচেতনতা
    অনলাইন গেমে সচেতনতা     স্মার্টফোনে ভালো পারফরম্যান্স পেতে করনীয়
    স্মার্টফোনে ভালো পারফরম্যান্স পেতে করনীয়     
  
  
  
  
  
 