বুধবার ● ২৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেব্রুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মেলা
ফেব্রুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মেলা
ফেব্রুয়ারিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক চার দিনের আন্তর্জাতিক আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’। গতবারের মতো এবারও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এটি আয়োজন করছে।
আয়োজনের বিস্তারিত জানাতে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বিসিসি নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ।
পলক জানান, এবারের আয়োজনে আইসিটি খাতের আন্তর্জাতিক ব্যক্তিত্বকে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের মেলায় সহযোগী সংগঠন হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটস বাংলাদেশ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ ওইমেন ইন আইটি ও সিটিও ফোরাম।