রবিবার ● ১৬ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » আবারও পেছালো গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার তারিখ
আবারও পেছালো গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার তারিখ
![]()
চলতি বছরের ২৬ এপ্রিল বাজারে আনার কথা ছিল গ্যালাক্সি ফোল্ড। পর্দায় ত্রুটির কারণে তা একদফা পেছানোর পর এবার দ্বিতীয় দফায় তারিখ পেছালো স্যামসাং– খবর আইএএনএস-এর।
এর আগে ডিভাইসটির প্রি-অর্ডার বাতিল করেছে এটিঅ্যান্ডটি, বেস্ট বাইসহ স্যামসাং।
মে মাসে স্যামসাং প্রধান ডিজে কো অঙ্গীকার করে বলেন, “উন্মোচনের তারিখ নিয়ে আমরা খুব বেশি দেরি করবো না।”
পরবর্তীতে স্যামসাংয়ের এক প্রতিনিধি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই গ্যালাক্সি ফোল্ড উন্মোচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
বছরের শুরুতেই সর্বপ্রথম ফোল্ডএবল স্মার্টফোনটি উন্মোচন করে স্যামস্যাং। ৪.৬ ইঞ্চি পর্দার স্মার্টফোনটির ভাজ খুললে এতে পাওয়া যায় ৭.৩ ইঞ্চি ট্যাবলেট।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে ডিভাইসটিতে রাখা হয়েছে ১২ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ।
১৯৮০ মার্কিন ডলারের এই ফোল্ডএবল ডিভাইসটি পর্যালোচকদের হাতে আসার পরপরই বিভিন্ন ডিভাইসের পর্দা ভেঙ্গে যেতে দেখা গেছে। এতে নিজেদের নতুন উদ্ভাবন দেখাতে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ডিভাইসটির সরবরাহ বিলম্বিত করার সিদ্ধান্ত নেয় তারা।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ