রবিবার ● ১৬ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » আইফোনের নতুন ডিভাইসে যোগ হতে পারে ইউএসবি-সি পোর্ট
আইফোনের নতুন ডিভাইসে যোগ হতে পারে ইউএসবি-সি পোর্ট
![]()
আইফোন ১১-এ লাইটনিং পোর্ট বাদ দেওয়ার বিষয়ে অনেক দিন ধরেই গুজব চলে আসছে। এবার নতুন আইওএস ১৩-এও পাওয়া গেছে একই ইঙ্গিত– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
২০১২ সালে প্রথমবারের মতো আইফোনে যোগ হয় লাইটনিং পোর্ট। সেসময় থেকে আইফোনের মূল ফিচারগুলোর মধ্যে একটি এই পোর্ট। এবার নতুন আইফোনের ক্ষেত্রে বিকল্প পথেই হাঁটছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
অ্যাপলের নতুন আইওএস ১৩-এর রিকাভারি মোডে দেখা গেছে ইউএসবি-সি এর ছবি। এর আগে আইওএস ১২-এ এই মোডে দেখানো হতো লাইটনিং কানেক্টরের ছবি।
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্যাবলেটসহ অনেক ডিভাইসেই দেখা যায় ইউএসবি-সি। আগের সংস্করণের ইউএসবি থেকে এই পোর্টের মাধ্যমে চার্জও হয় দ্রুত।
২০১৮ সালে নতুন আইপ্যাড প্রো-তেও ইউএসবি-সি যোগ করেছে অ্যাপল। এরপর থেকেই অ্যাপল ভক্তরা আশা করছেন নতুন আইফোনেও যোগ হবে এই সংযোগ প্রযুক্তি।
এর আগে আইএস ১২-এর বেটা সংস্করণেও ভুলবশত আইফোন Xএস ম্যাক্স-এর নকশার পাশাপাশি ডুয়াল সিম এবং স্প্লিট স্ক্রিন ফিচার ফাঁস করেছিল অ্যাপল। এ ছাড়াও আইওএস ১১-এর বেটা সংস্করণে হোমপড এবং আইফোন X-এর ফেইস আইডি ফিচার ফাঁস হয়েছিল।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ