সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » বদলে যাবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নাম
বদলে যাবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নাম
![]()
ফেসবুক নিয়ন্ত্রিত দুটি সেবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ ইনস্টাগ্রাম। জনপ্রিয় এ সেবা দুটির নাম বদলে যেতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামকে একত্র করে গ্রাহককে সমন্বিত সেবা দেয়ার প্রথম পদক্ষেপ হিসেবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের নাম যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। খবর এনডিটিভি।
বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, যেসব পণ্য ও সেবা ফেসবুকের অংশ, তা নিয়ে গ্রাহকদের স্পষ্ট ধারণা দিতে তিন প্লাটফর্মের সমন্বিত সেবা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে সেবা দুটির নাম হবে যথাক্রমে ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক’।
হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের আইওএস সংস্করণে এরই মধ্যে এ ধরনের লেখা দেখা গেছে। এখনো হোম পেজে ফেসবুকের নাম দেখা না গেলেও ভবিষ্যতে তা যুক্ত হতে পারে।
২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নিয়েছিল ফেসবুক। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় প্রতিষ্ঠানটি। উভয় প্লাটফর্মের গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ