সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ৩, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ফিটবিটের মালিক হল গুগল
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ফিটবিটের মালিক হল গুগল
৯৭২ বার পঠিত
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিটবিটের মালিক হল গুগল

---

অবশেষে পাকা খবর এসেছে। পরিধেয় প্রযুক্তি পণ্য নির্মাতা ফিটবিটকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে কিনছে অ্যালফাবেট মালিকানাধীন গুগল। এতোদিন দুই পক্ষ মুখে কুলুপ এঁটে থাকলেও, শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংবাদটির সত্যতা নিশ্চিত করেছে ওয়েব সার্চ নির্ভর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে, ‘বাজারে নিজেদের পরিধেয় প্রযুক্তি পণ্য আনার সম্ভাবনা দেখছে গুগল।’ পাশাপাশি ‘ডিজিটাল স্বাস্থ্য’ খাতে নিজেদের বিনিয়োগের পরিমাণও বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরাও মনে করছেন ফিটবিটের মালিক প্রতিষ্ঠান হিসেবে ‘গুগল’-ই ভালো। —খবর রয়টার্সের।

ফিটবিটি কেনার মাধ্যমে শুধু প্রতিষ্ঠান বা তাদের প্রযুক্তিই নয়, ফিটবিট ডিভাইসের মাধ্যমে সংগৃহীত লাখো গ্রাহকের স্বাস্থ্য ডেটাও হাতে পাবে গুগল। মূলত গ্রাহকরা দৈনন্দিন কী পরিমাণ হেঁটেছেন, কত ক্যালরি খরচ হয়েছে, কত দূর গিয়েছেন, কয় তলা উঠেছেন, কতক্ষণ ঘুম হয়েছে, হৃদ কম্পনের গতি কত ইত্যাদি ডেটা সংগ্রহ করে ফিটবিটের ফিটনেস ট্র্যাকার।

ফিটবিটের মালিকানা হাতবদল প্রসঙ্গে ক্রেগ-হলাম ক্যাপিটাল গ্রুপ এলএলসি বিশ্লেষকরা এক নোটে লিখেছেন, “আমরা মনে করি ফিটবিটের মালিকানা গুগলের হাতে যাওয়াই ভালো। ফিটবিট প্ল্যাটফর্মের দুই কোটি ৮০ লাখ গ্রাহকের স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত ডেটার মূল্য অনেক।”
বর্তমানে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে আধিপত্য বিস্তার করছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন’-এর ডেটা অনুসারে, ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তি বাজারের ১৭.৩ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।

রয়টার্স উল্লেখ করেছে, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং, চীন প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শাওমি’র দাপটে পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না ফিটবিট।

এদিকে, গুগলের ফিটবিট কেনা প্রশ্নে যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ট্রাস্ট নিয়ন্ত্রকরা প্রশ্ন তুলবেন কিনা তা এখনও জানা যায়নি। তবে না তোলার সম্ভাবনাই বেশি। শুক্রবারের আনুষ্ঠানিক ঘোষণাতে গুগল আগেভাগেই জানিয়েছে, ‘ফিটবিট গ্রাহকদের ডেটা গুগল বিজ্ঞাপন সেবার স্বার্থে ব্যবহার করবে না। চাইলে ফিটবিট গ্রাহকরা নিজ ডেটা পর্যালোচনা করতে, সরাতে এবং মুছে দিতে পারবেন।’

উল্লেখ্য, ২০১১ সালে গোপনতা প্রশ্নে সমালোচিত হয়েছিল ফিটবিট। ফিটনেস ট্র্যাকারটির ব্যবহারকারীদের যৌন আচরণ সম্পর্কিত ডেটা অনলাইনে সবার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছিল সে সময়।
গত সপ্তাহের সোমবারে ফিটবিটের মালিকানা বদল প্রসঙ্গে প্রথম প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। ওই প্রতিবেদন প্রকাশের পরে গুগলের শেয়ার মূল্য বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। মালিকানা হাতবদলের চুক্তিতে ফিটবিটের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে ক্যাটালিস্ট পার্টনার এলএলপি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সাল নাগাদ মালিকানা হাতবদলের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ নূন্যতম ৫০০ টাকায়
কানেক্ট লাইভ টোকিও ২০২৫ এ অংশ নিচ্ছে বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
অপারেশনাল প্রফিটে প্রিয়শপ
ব্রাদার পার্টনার ডে ২০২৫ অনুষ্ঠিত
বাংলার প্রেমে উইকি ২০২৫ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ
পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
র‌্যানসমওয়্যার হামলাঃ গড়ে ১০ লাখ ডলার গুনছে প্রতিষ্ঠানগুলো
ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো
সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান