সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ৪, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অগমেডিক্স বাংলাদেশে ১৬৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অগমেডিক্স বাংলাদেশে ১৬৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ
১৬০০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগমেডিক্স বাংলাদেশে ১৬৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ

---
যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল থেকে চিকিৎসা সেবায় চমকপ্রদ উদ্ভাবনী প্রতিষ্ঠান অগমেডিক্স বাংলাদেশ ১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব এ তথ্য জানান।

অগমেডিক্স বাংলাদেশ দাবি করে, সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেডমাইল গ্রুপ, ম্যাককেজন ভেঞ্চার, ডিসিএম ভেঞ্চার, ওয়াক্সিয়াং হেলথকেয়ার ইনভেস্টমেন্ট মিলে এ বিনিয়োগ করেছে।

এ সময় অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব বলেন, এবারের বিনিয়োগের মাধ্যমে অগমেডিক্সে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামী এক বছরে প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা দ্বিগুণ এবং সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে কয়েক হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দেশীয় বাজারে সিলিকন ভ্যালি রীতি প্রচলনের মাধ্যমে কর্মীদের জীবনমান উন্নয়নে বিনিয়োগের অর্থ ব্যয় হবে-বলেন তিনি।

তিনি বলেন, অগমেডিক্সে কর্মী নিয়োগের ক্ষেত্রে আগামী বছর দেশব্যাপী কর্মসূচি নেয়ার পরিকল্পনা রয়েছে এবং কর্মীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন, ইন্টারনেটভিত্তিক অনুশীলন এবং দক্ষতা যাচাইকরণে নানা কর্মসূচির কথা জানান রাশেদ মুজিব। অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা ইয়ান কাজী শাকিল ২০১২ সালে সানফ্রানসিসকোয় অগমেডিক্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ছয় বছরের প্রযুক্তিভিত্তিক উদ্যোগটি এ পর্যন্ত ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়ার তথ্য প্রকাশ করে।

অগমেডিক্স সেবার মাধ্যমে একজন চিকিৎসক গুগল গ্লাস পরে রোগী দেখবেন এবং বাংলাদেশ থেকে দক্ষ স্ক্রাইবরা এ কথোপকথন সরাসরি দেখে ও শুনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস মেডিকেল রেকর্ড সম্পূর্ণ করার দায়িত্ব পালন করেন। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে, যারা প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী দেখেন।



আর্কাইভ

নগদ ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু
ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ নূন্যতম ৫০০ টাকায়
কানেক্ট লাইভ টোকিও ২০২৫ এ অংশ নিচ্ছে বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
অপারেশনাল প্রফিটে প্রিয়শপ
ব্রাদার পার্টনার ডে ২০২৫ অনুষ্ঠিত
বাংলার প্রেমে উইকি ২০২৫ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ
পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
র‌্যানসমওয়্যার হামলাঃ গড়ে ১০ লাখ ডলার গুনছে প্রতিষ্ঠানগুলো