
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে অনার বাংলাদেশ উন্মোচন করলো এক্স৬সি স্মার্টফোন
দেশের বাজারে অনার বাংলাদেশ উন্মোচন করলো এক্স৬সি স্মার্টফোন
প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ গত ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন অনার এক্স৬সি। অনুষ্ঠানটি অনার বাংলাদেশের প্রধান কার্যালয় স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন। ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এআই ইরেজার। এই টুলটি বুদ্ধিমত্তার সাথে ছবি থেকে অনাকাক্সিক্ষত বস্তু বা চলমান পথচারীদের কয়েকটি ট্যাপেই মুছে ফেলতে পারে। এর সাথে থাকা এআই ট্রান্সলেশন বিভিন্ন ভাষাগত ব্যবধান ঘুচাতে সক্ষম।
ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন।
স্মার্টফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে, ব্যবহারকারী উপভোগ করবেন স্মুদ অ্যানিমেশন ও রেসপনসিভ টাচের সুবিধা। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১৫ এর ম্যাজিক ওএস সফটওয়্যার।
স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ রেটিং, এটি স্মার্টফোনটিকে পানির ছিটা ও ধুলাবালি থেকে সুরক্ষা দিবে এবং এর ক্রাশ রেজিটেন্স ১.৫ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি অক্ষত থাকবে। ডিভাইসটির আল্ট্রা পাওয়ার সেভিং মোড ২ শতাংশ ব্যাটারিতে ৬০ মিনিট টকটাইম বা ১৩.৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধ াদিবে।
অনার এক্স৬সি বাজারে এসেছে তিনটি রঙে: মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা, সাথে পাওয়া যাবে অনার থেকে একটি উপহার।