
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র সেল শুরু
দেশজুড়ে রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র সেল শুরু
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি মডেল দুটির সেল বাংলাদেশের বাজারে শুরু করেছে। যারা ফোনগুলো প্রি-বুক করেছেন, তারা ইতোমধ্যে প্রি-বুকিং গিফট বক্সসহ ফোনটি সংগ্রহ করতে পেরেছেন। বিশেষ এ গিফট বক্সে ছিলো রিয়েলমি বাডস টি২০০ লাইট, এক্সক্লুসিভ গোল্ড সার্ভিস কার্ড ও একটি রিয়েলমি এক্সক্লুসিভ ওয়াটার বোতল।
রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চি ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+অ্যামোলেড ডিসপ্লে, ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ৪কে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ভিডিও রেকর্ডিং সুবিধা এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯৬ প্রাইমারি লেন্স সহ ট্রিপল ৫০ মেগাপিক্সেল এআই রেয়ার ক্যামেরা সেটআপ।
একইসাথে, রিয়েলমি ১৫ ফাইভজির ৬.৭৭ ইঞ্চির ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লেতে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট সহ ৪কে ভিডিও রেকর্ডিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে। দুইটি ডিভাইসেই ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইস দুটিতে পানি ও ধুলাবালি প্রতিরোধে সর্বোচ্চ মানদন্ড আইপি৬৯ রেটিং এবং ১৫ প্রো ডিভাইসে দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকটর নিয়ে আসা হয়েছে।
ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) এই দুইটি রঙে রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) দাম ৫৯,৯৯৯ টাকা। একইসাথে, সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম এই দুইটি রঙে রিয়েলমি ১৫ ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) দাম ৪৪,৯৯৯ টাকা।