 
  বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ফেসবুক সমস্যায় আসিফ
ফেসবুক সমস্যায় আসিফ
 ৷আইসিটি নিউজ ডেস্ক ৷ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ফেসবুক প্রতারনার শিকার হয়েছেন । ফেসবুকে তার নিজের কোন আইডি নেই । অথচ তার নামে অর্ধশত ফেসবুক আইডি এবং আরও প্রায় অর্ধশত ফেসবুক ফ্যান পেজ খোলা আছে । এরমধ্যে কোনটির নাম ‘আসিফ’, কোনটিতে  ‘আসিফ আকবর’ আবার কোনটির নাম ‘আসিফ  আকবর মিঠু’।   সবক’টিতেই রয়েছে আসিফের নানামাত্রিক ছবি, সঠিক  জন্মস্থান-সাল-তারিখ, সংগীত  জীবন, রাজনৈতিক জীবন, টুকটাক অভিনয়ের তথ্য এবং  পারিবারিক পরিচিতি। আবার  প্রায় সব একাউন্টই নিয়মিত আপডেট হচ্ছে আসিফের  বিভিন্ন তথ্য এবং ছবি দিয়ে।  আর সব আইডি মিলিয়ে ফেইসবুকে আসিফের  বন্ধুর সংখ্যা প্রায় ৪৫  হাজার। আর ফ্যান পেজ ভক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে । এতোদিন বিষয়টিকে আসিফ তার ভক্তদের নির্দোষ ভালোবাসা হিসেবেই  দেখেছেন। কিন্তু বিষয়টি এখন আর ‘নির্দোষ ভালোবাসা’-এর পর্যায়ে নেই । ফেসবুকে তার ফেক একাউন্ট ব্যবহার করে কেউ কেউ প্রতারণামূলক কর্মকান্ড করছেন যা বর্তমানে গায়ক আসিফকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ।
 ৷আইসিটি নিউজ ডেস্ক ৷ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ফেসবুক প্রতারনার শিকার হয়েছেন । ফেসবুকে তার নিজের কোন আইডি নেই । অথচ তার নামে অর্ধশত ফেসবুক আইডি এবং আরও প্রায় অর্ধশত ফেসবুক ফ্যান পেজ খোলা আছে । এরমধ্যে কোনটির নাম ‘আসিফ’, কোনটিতে  ‘আসিফ আকবর’ আবার কোনটির নাম ‘আসিফ  আকবর মিঠু’।   সবক’টিতেই রয়েছে আসিফের নানামাত্রিক ছবি, সঠিক  জন্মস্থান-সাল-তারিখ, সংগীত  জীবন, রাজনৈতিক জীবন, টুকটাক অভিনয়ের তথ্য এবং  পারিবারিক পরিচিতি। আবার  প্রায় সব একাউন্টই নিয়মিত আপডেট হচ্ছে আসিফের  বিভিন্ন তথ্য এবং ছবি দিয়ে।  আর সব আইডি মিলিয়ে ফেইসবুকে আসিফের  বন্ধুর সংখ্যা প্রায় ৪৫  হাজার। আর ফ্যান পেজ ভক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে । এতোদিন বিষয়টিকে আসিফ তার ভক্তদের নির্দোষ ভালোবাসা হিসেবেই  দেখেছেন। কিন্তু বিষয়টি এখন আর ‘নির্দোষ ভালোবাসা’-এর পর্যায়ে নেই । ফেসবুকে তার ফেক একাউন্ট ব্যবহার করে কেউ কেউ প্রতারণামূলক কর্মকান্ড করছেন যা বর্তমানে গায়ক আসিফকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ।
একদিন অস্ট্রেলিয়ার সিডনি থেকে এক প্রবাসী তরুণী ফোনে আসিফের সঙ্গে খুব পরিচিতি ভঙ্গিতে কথা বলতে শুরু করল। তার এই অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলায় কিছুটা অবাক ও বিব্রত হয় আসিফ। একপর্যায়ে মেয়েটির পুরো পরিচয় জানতে চাইলে সে রাতের পর রাত ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে আসিফের সঙ্গে কথা হওয়ার বিষয়টি উল্লেখ করেন। ফেক অ্যাকাউন্টের কারণে বিব্রত হওয়ার বিষয়টি গতবছর বাংলানিউজের মাধ্যমে জানান দিয়েছিলেন আসিফ । এখন তিনি আবারও বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন ।
সম্প্রতি শাহবাগ সাইবার যুদ্ধ ক্যাম্প থেকে একটি পোস্টে গায়ক আসিফ আকবর এর ফেইক আইডি থেকে কেউ একজন নেতিবাচক মন্তব্য করেছে । দিগন্ত টিভির বিরুদ্ধে পোস্ট করায় তার ফেইক আইডি থেকে মন্তব্য করেছিলো - ‘’দিগন্ত’ টিভি কি তোদের সর্বনাশ করেছিলো?’। এই মন্তব্য আসিফ তার নামে খোলা ফেসবুকের ফেক অ্যাকাউন্ট থেকে কোনো কমেন্টস বা প্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য ভক্তদের আহ্বান জানান। এসব ফেক অ্যাকাউন্টকে নিজের ফ্রেন্ডলিস্ট থেকে ব্লক করে দেওয়ার জন্যও সবার কাছে অনুরোধ জানিয়েছেন।





 টফিতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’
    টফিতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’     স্মার্ট টিভির ভাইরাস পরীক্ষার পরামর্শ দিল স্যামসাং
    স্মার্ট টিভির ভাইরাস পরীক্ষার পরামর্শ দিল স্যামসাং     মাইক্রোসফট আনছে নতুন এক্সবক্স
    মাইক্রোসফট আনছে নতুন এক্সবক্স     ক্রিকেট মাঠের যত প্রযুক্তি
    ক্রিকেট মাঠের যত প্রযুক্তি     বিশ্বকাপ নিয়ে গুগলের ডুডল
    বিশ্বকাপ নিয়ে গুগলের ডুডল     দেশে ক্যাশ সার্ভার স্থাপনে অনুমতি পাচ্ছে নেটফ্লিক্স
    দেশে ক্যাশ সার্ভার স্থাপনে অনুমতি পাচ্ছে নেটফ্লিক্স     এক রাতে নেই পাঁচ তারকার আইডি, শোবিজে হ্যাকিং আতঙ্ক
    এক রাতে নেই পাঁচ তারকার আইডি, শোবিজে হ্যাকিং আতঙ্ক     জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ
    জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ     বাংলাদেশের গেম দুই দিনের মধ্যে অ্যাপল আইওএসের টপচার্টের ১ নম্বরে!
    বাংলাদেশের গেম দুই দিনের মধ্যে অ্যাপল আইওএসের টপচার্টের ১ নম্বরে!     জিপি গেমবক্সে আনলিমিটেড গেমস নিয়ে এলো গ্রামীণফোন ও অপেরা
    জিপি গেমবক্সে আনলিমিটেড গেমস নিয়ে এলো গ্রামীণফোন ও অপেরা     
  
  
  
  
  
 