সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ৭৫ বছর পর বোনকে খুঁজে পেলেন ভাই
প্রথম পাতা » নিউজ আপডেট » ৭৫ বছর পর বোনকে খুঁজে পেলেন ভাই
৫৬৫ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭৫ বছর পর বোনকে খুঁজে পেলেন ভাই

৭৫ বছর পর বোনকে খুঁজে পেলেন ভাইদ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিচ্ছিন্ন হয়ে যান পিঠাপিঠি দুই ভাইবোন জন স্টাবস ও রোজ বারলেই। ৭৫ বছর পর ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের শহর হ্যাম্পশায়ারের সাউদাম্পটনে বিবিসির কার্যালয়ে দেখা হলো দুই ভাইবোনের। এখন বোন রোজ বারলেইয়ের বয়স ৭৮ আর ভাই জন স্টাবসের ৭৭ বছর। জীবনসায়াহ্নে পৌঁছে একে অন্যকে দেখে অভিভূত তাঁরা। খবর বিবিসির।
১৯৩৮ সালে ভাই স্টাবসের সঙ্গে শেষ দেখা হয় রোজের। অনেক দিন ধরে ভাইকে খুঁজছিলেন রোজ। স্টাবসও খুঁজছিলেন বোনকে। শেষ পর্যন্ত বারলেই পরিবারের বন্ধু ও শখের বিজ্ঞানী রজার মিচেল এই পুনর্মিলনে সহযোগিতা করেন তাঁদের। রজার মিচেলের মাধ্যমেই দেখা হয় দুই ভাইবোনের।

১৯৩৮ সালে রোস বারলেইকে তাঁর এক আত্মীয় দত্তক নেন। তবে কী কারণে রোজকে দত্তক দেওয়া হয়, তা জানা যায়নি। ওই আত্মীয় রোজকে নিয়ে যান ইংল্যান্ডের আইল অব ওয়েটে। এ সময় ভাই স্টাবসকে ইংল্যান্ডের দক্ষিণের শহর ওয়েস্ট সাসেক্সের চিচেস্টারে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়। রোজ ও স্টাবসের মা ১৯৪১ সালে মারা যান। বাবা ছিলেন একজন সেনা। তিনি যুদ্ধবন্দী ছিলেন। যুদ্ধ শেষে সন্তানদের ফেরত নিতে আসেন বাবা। বাবার ফিরে আসার কথা আবছাভাবে মনে করতে পারেন রোজ বারলেই। ওই সময় তিনি খুব ছোট ছিলেন।
রোজ বলেন, ওই সময় একটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একজন ব্যক্তি এসেছিলেন। তাঁর পরনে সামরিক পোশাক ছিল। কিন্তু একবার দেখার পর তাঁকে আর খুঁজে পাইনি।
সে কথা মনে করে স্টাবস বলেন, যাঁরা রোজকে দত্তক নিয়েছিলেন, তাঁরা তাঁকে বাবার কাছে ফিরিয়ে দেননি।

এ কারণে ভাইবোন ইংল্যান্ডের দুই জায়গায় আলাদাভাবে বড় হতে থাকেন। দীর্ঘ ৭৫ বছর ধরে ভাইবোনের দেখা হয়নি। ৭৫ বছর পরে সাউদাম্পটনে বিবিসির কার্যালয়ে দেখা হয় ভাইবোনের।
স্টাবস বলেন, আমি রোজকে দেখেই বুঝতে পারি, এটাই আমার সেই হারানো বোন। রোজ বলেন, ‘এত বছর পর হারানো ভাইকে ফিরে পাওয়ার আনন্দ বলে বোঝানো যাবে না।’



মিরপুর ও এলিফ্যান্ট রোডে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব পলকের
শেষ হল যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪
শাওমি বাংলাদেশের ডিস্ট্রিবিউটরস মিট অনুষ্ঠিত
শুরু হচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ এর অফলাইন পর্ব
অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট
টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
ভিভো ভি৩০ লাইটে ৮০ ওয়াটের চার্জার
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক
ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ