সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » শালিমার ব্রান্ড এ্যাম্বাসেডর বলিউড সুপারস্টার হেমা মালিনী এখন ঢাকায়
প্রথম পাতা » আলোচিত সংবাদ » শালিমার ব্রান্ড এ্যাম্বাসেডর বলিউড সুপারস্টার হেমা মালিনী এখন ঢাকায়
৮৪০ বার পঠিত
শুক্রবার ● ২৮ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শালিমার ব্রান্ড এ্যাম্বাসেডর বলিউড সুপারস্টার হেমা মালিনী এখন ঢাকায়

hema-malini-addressing-at-press-conference-of-shalimar-coconut-oil.jpg

দীর্ঘ ৬৮ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে গুণগত ঐতিহ্য অক্ষুন্ন রাখা শালিমার ব্রান্ডের নারকেল তেল বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রাক্কালে আজ ২৭ জুন ২০১৩, বৃহস্পতিবার, বিকেল ৩:০০টায়, সোনারগাঁও হোটেলের মেঘনা হলরুমে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
শালিমার ব্রান্ড নারকেল তেলের সত্ত্বাধিকারী কোম্পানী শালিমার কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড, ভারত এর সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশী কোম্পানি এমএসটিএস লিমিটেড তামিলনারু ও কেরালা রাজ্যের সেরা জাতের নারকেল দিয়ে তৈরী শালিমার ব্রান্ড নারকেল তেল বাংলাদেশে বোতলজাত ও বাজারজাত করছে।
Press Conference of Shalimar Coconut Oil.jpg

সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিল শালিমার ব্রান্ড নারকেল তেলের ব্রান্ড এ্যাম্বাসেডর বলিউড সুপারস্টার হেমা মালিনীর উপস্থিতি। আজ দুপুরে ঢাকা পৌঁছানোর পর বাংলাদেশের বাজারে শালিমার ব্রান্ডের নারকেল তেল-এর আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রী লোকনাথ ভট্টাচার্য, ব্যবস্থাপনা পরিচালক, শালিমার কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড, ভারত ও চেয়ারম্যান, এমএসটিএস লিমিটেড, শ্রী সোমনাথ ভট্টাচার্য, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক, শালিমার কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড, ভারত ও পরিচালক, এমএসটিএস লিমিটেড, মো: নওশেরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এমএসটিএস লিমিটেড এবং শ্রী বাসুদেব ব্যানার্জি, পরিচালক, এমএসটিস লিমিটেড। সম্মেলনের শেষভাগে ৩:৩০টা থেকে ৪:০০টা পর্যন্ত হেমা মালিনী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সম্মেলনে এমএসটিএস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, মো: নওশেরুল ইসলাম জানান, শালিমার ব্রান্ডের নারকেল তেল-এর আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন উপলক্ষ্যে আজ রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকৃতির সাজে সাজানো, সেলিব্রিটি হলে অনুষ্ঠিত শালিমার নাইট-এর আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন হেমা মালিনী। আরো জানানো হয়, বেশ ক’দিন ধরে চলা এসএমএস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত ৫০ জন সৌভাগ্য ব্যক্তি শালিমার নাইট-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে আরো ছিলো, কৃষ্ণকলি ও কনার গান, মেডিটেশন মিউজিকের তালে নৃত্য পরিবেশন করেন মেহজাবীন ও রাখী। উল্লেখ্য, হেমা মালিনী কাল শুক্রবারই ভারতের মুম্বাই ফিরে যাবেন।
কোটি কোটি মানুষকে সত্যিকারের নারকেল তেল উপহার দেয়ার যে মূল্যেবোধ শালিমার ব্রান্ড লালন করে চলেছে তা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে এমএসটিএস লিমিটেড এখন পুরো উদ্যোগে সক্রিয়। প্রাকৃতিক গুনাগুন সংরক্ষণ ও স্বয়ংক্রিয় মেশিনে বোতলজাতকরণের মাধ্যমে নিশ্চিত করা হবে উৎপাদিত তেলের গুণগত মান। ব্যবহারকারীদের কাছে প্রাকৃতিক ও সত্যিকারের নারকেল তেল পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করছে এমএসটিএস।
উল্লেখ্য, প্রাকৃতিক গুনগুত মান সংরক্ষণ করায় শালিমার ব্রান্ডের নারকেল তেল প্রিমিয়াম শ্রেণীর পণ্য যা বাজারে বিদ্যমান অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতামূলক দামেই পাওয়া যাবে। আপাতত ৪৫, ১০০, ২০০, ৪০০ ও ৫০০ মিলিলিটারের বোতলে বাজারজাত হচ্ছে সত্যিকার নারকেল তেল শালিমার।

ছবিতে দেখা যাচ্ছে (বাঁ থেকে): শ্রী সোমনাথ ভট্টাচার্য, শ্রী লোকনাথ ভট্টাচার্য, বলিউড সুপারস্টার হেমা মালিনী, মো: নওশেরুল ইসলাম এবং শ্রী বাসুদেব ব্যানাজি।

-তানিম



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের সার্টিফিকেট কোর্স
বিটিআরসিতে ডিজিটাল সেবার প্রদর্শনী
ফাইবার এট হোম-কে ১৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন করল বিটিআরসি
ইনোভেশন হাব থেকে বের হবে ইউনিকর্ন স্টার্টআপ
বিকাশ পেমেন্টের মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে
বিসিএস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
কর্মক্ষমতা বৃদ্ধি, নতুন আয়ের উৎস তৈরি এবং দক্ষতা বাড়াতে ভূমিকা রাখছে মোবাইল সংযোগ
কাউন্টার পয়েন্ট রিসার্চের মতে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
এশিয়া-প্যাসিফিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী কোম্পানির তালিকায় ষষ্ঠ স্থানে ইনফিনিক্স
এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সেরার স্বীকৃতি পেল আইফার্মার