বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ওয়েবকে ঠিক করতে চান টিম বার্নার্স-লি!
ওয়েবকে ঠিক করতে চান টিম বার্নার্স-লি!
![]()
ইন্টারনেট ‘ঠিক করার’ অভিযানে নেমেছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্রষ্টা টিম বার্নার্স-লি। এ কাজে ফেসবুক, গুগল এবং মাইক্রোসফটের কাছ থেকে সমর্থন পাচ্ছে তাঁর প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন।
গত বছর ‘ওয়েব সামিট’-এ বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারনেটকে যেভাবে ব্যবহার করছে, তা বদলানোর পরিকল্পনা উপস্থাপন করেন ব্রিটিশ কম্পিউটারবিজ্ঞানী টিম। প্রতিষ্ঠানগুলোর কাছে তাঁর আহ্বান হলো, ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা এবং সরকারের কাছে সবার কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাড্রিয়ান লোভেট বলেন, ‘ওয়েবের ভালো কিছু করার ক্ষমতা এর আগে কখনো এতটা হুমকির মুখে ছিল না।’ বিদ্বেষমূলক এবং ভুয়া বিষয়বস্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি মানেই হলো, কিছু একটা বদলাতে হবে বলে উল্লেখ করেন তিনি।
অ্যাড্রিয়ান লোভেটের ভাষ্যমতে, নতুন এই পরিকল্পনায় বিশ্বব্যাপী ওয়েবকে শুধু ভালো কাজে লাগানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। এ জন্য বড় বড় প্রতিষ্ঠান এবং সরকারের প্রচেষ্টা এককাট্টা করা হবে। সঙ্গে গোটা বিশ্ব থেকেই এগিয়ে আসতে হবে নাগরিকদের, পরিবর্তনের আহ্বান জানাতে হবে।
টিম বার্নার্স-লির পরিকল্পনায় আরও সমর্থন জানিয়েছে ডাকডাকগো, রেডিট, গিটহাব এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
এই উদ্যোগের উল্লেখযোগ্য বিষয় হলো, পরিকল্পনা যাই হোক, ইন্টারনেট ব্যবহার থেকে কাউকে বাদ দেওয়া যাবে না। যারা এখনো ব্যবহারের সুযোগ পাচ্ছে না, তাদের সে সুযোগ করে দিতে হবে বলে জানান অ্যাড্রিয়ান লোভেট। পরিকল্পনায় ৯টি মূলনীতি রয়েছে বল জানান তিনি। এগুলোর অধীনে সব মিলিয়ে ৭৬টি নীতিমালার উল্লেখ রয়েছে। সূত্র: সিএনবিসি





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ