
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আরিফ মঈনুদ্দীন এর নতুন বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’
আরিফ মঈনুদ্দীন এর নতুন বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধুমাত্র গবেষণাগার কিংবা বিজ্ঞানীগারে আটকে নেই, বরং প্রতিদিনের জীবনের নানা ক্ষেত্রে একে দেখা যাচ্ছে- শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা থেকে শুরু করে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানেও। এই সময়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন নিয়ে এসেছেন একটি সময়োপযোগী ও সহজবোধ্য বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু একটি প্রযুক্তি নয়, বরং একটি বুদ্ধিবৃত্তিক বিপ্লব, যা মানব সমাজের চিন্তা, কাজ ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে। নতুনদের কথা মাথায় রেখে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনকে সহজ করা যায় তাকে প্রাধান্য দিয়ে বইটি লেখা হয়েছে। বইটি শুধু প্রযুক্তি আগ্রহীদের জন্য নয়, বরং স্কুল-কলেজের শিক্ষক, গবেষক এবং এমনকি সরকারি ও প্রাইভেট সেক্টরের নীতিনির্ধারকদের জন্যও গুরুত্বপূর্ণ। বইটিতে এআই-এর জটিল বিষয়গুলো সহজ বাংলায় ব্যাখ্যা করা, যার ফলে নবীন পাঠকরাও বিষয়টি বুঝতে সক্ষম হন।
লেখক আরিফ মঈনুদ্দীন একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ডিকোডস ল্যাব লিমিটেডে। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্কুল,কলেজ ও ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ ও সেমিনার পরিচালনা করেছেন। তিনি সাইবার অপরাধের ভুক্তভোগিদের পরামর্শও দিয়ে থাকেন। ইতিপূর্বে সাইবার নিরাপত্তা বিষয়ে উনার আরো কিছু বই বাজারে রয়েছে। বইটি রকমারি ও অদম্য প্রকাশ থেকে অনলাইনে অর্ডার করা যাবে।