সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৮ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ‘স্টার পারফরমার’ বাংলাদেশ
প্রথম পাতা » নিউজ আপডেট » ‘স্টার পারফরমার’ বাংলাদেশ
৬২৯ বার পঠিত
সোমবার ● ১৮ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘স্টার পারফরমার’ বাংলাদেশ

‘স্টার পারফরমার’ বাংলাদেশবিশ্বে দারিদ্র্যের হার খুব দ্রুত কমে যাচ্ছে। আর তা কমছে উল্লেখযোগ্য হারে। এ ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল ও রুয়ান্ডাকে ‘স্টার পারফর্মার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বর্তমান প্রজন্ম জীবদ্দশাতেই দারিদ্র্যমুক্ত দেশ দেখে যেতে পারবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘দারিদ্র্য ও মানব উন্নয়ন পদক্ষেপ’ শীর্ষক এক অ্যাকাডেমিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বেশ কয়েকটি চরম দারিদ্র্যের দেশ আগামী ২০ বছরের মধ্যে সমূলে দারিদ্র্য উত্পাটন করতে সক্ষম হবে বলে গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের সর্বশেষ মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনেও উল্লেখ করা হয়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করছে। কমপক্ষে ৪০টি দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে একটি মধ্যম শ্রেণীর দেশে পরিণত হচ্ছে। বিশ্বের ইতিহাসে এমন দ্রুত ও নাটকীয় অগ্রগতি আর দেখা যায়নি। এই অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, অবকাঠামো এবং পানির প্রবেশাধিকার খাতে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল ও রুয়ান্ডাকে তারকা দেশ (‘স্টার পারফরমার’) হিসেবে চিহ্নিত করা হয়েছে। দারিদ্র্য বিমোচনে অগ্রগতির দিক দিয়ে এই দেশগুলোর পেছনেই রয়েছে ঘানা, তানজানিয়া, কম্বোডিয়া ও বলিভিয়া।
বহুমাত্রিক দারিদ্র্যসূচকে (এমপিআই) বঞ্চনা পরিমাপে পুষ্টি, শিশু মৃত্যু, স্কুলে যাওয়া ও উপস্থিতি, জ্বালানি তেল, পানি, স্যানিটেশন, বিদ্যুত্, সম্পদ এবং বাঁধানো মেঝে-এই ১০টি পরিমাপক ব্যবহার করা হয়েছে।
২০১০ সালে নতুন এ গবেষণাটির পদ্ধতিটি প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক সাবিনা আলকাইর গবেষণাটি সম্পর্কে বলেন, দারিদ্র্য অর্থের চেয়েও বেশি কিছু। এর মধ্যে রয়েছে দুর্বল স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তাহীনতা, কর্মহীনতা, সহিংসতা ও অবমাননা, স্বাস্থ্যসেবার অভাব, বিদ্যুতের অভাব ও ভালো আবাসনের অভাব। সূত্র - প্রথম আলো



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে