রবিবার ● ১২ মে ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের টাইচি সিরিজের ডুয়াল স্ক্রিণ আল্ট্রাবুক
আসুসের টাইচি সিরিজের ডুয়াল স্ক্রিণ আল্ট্রাবুক
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের টাইচি২১ মডেলের ডুয়াল স্ক্রিণের আল্ট্রাবুক। নোটবুক এবং ট্যাবলেট পিসির সংমিশ্রণের এই আল্ট্রাবুকটিতে রয়েছে ১১.৬-ইঞ্চির ডুয়াল ডিসপ্লে, যার সামনের ডিসপ্লেটি নন-টাচ্ আইপিএস প্রযুক্তির এবং অপর পাশের ডিসপ্লেটি মাল্টি-টাচ্ স্ক্রিণের। এটিকে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রিণ এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডিসপ্লের কপাটটি খুলে বা বন্ধ করে একে এককভাবে পূর্ণাঙ্গ নোটবুক বা ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। মিরর মোডে দু’পাশের ডিসপ্লেতে একই চিত্র প্রদর্শিত এবং একই এ্যাপ্লিকেশন চালিত হয়, তাই প্রজেক্টরের মতো প্রেজেন্টেশন বা মুভি সকলে মিলে বিভিন্ন অবস্থানে বসে একই সাথে উপভোগ করা যায়। ডিসপ্লেটির ভিউয়িং এ্যাঙ্গেল ১৭৮-ডিগ্রী হওয়ায় কোন অসুবিধা হয় না। ডুয়াল স্ক্রিণ মোডে দু’পাশে দুই জন ব্যবহারকারী একটিকে নোটবুক এবং অপরটিকে ট্যাবলেট পিসি হিসেবে একই সাথে আলাদা আলাদা এ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। এতে আরো রয়েছে ১.৭ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি এসএসডি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিক্স, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরী কার্ড রিডার, ভিজিএ পোর্ট, মাইক্রো এইচডিএমআই পোর্ট প্রভৃতি। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ নোটবুকটির মূল্য রাখা হয়েছে ১৩৫,০০০ টাকা। যোগাযোগ: ০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।





সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
বাজারে রেসি ব্র্যান্ডের হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক
দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি
দেশের বাজারে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম
‘রোবট ফোন’ এর টিজার উন্মোচন করল অনার
মোবাইল ফটোগ্রাফির ভবিষ্যৎ গড়ছে জাইস ও ভিভো
বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন স্মার্টফোন স্পার্ক ৪০ ফাইভজি
বাজারে গিগাবাইটের নতুন এআই ল্যাপটপ ‘অ্যারো এক্স১৬’ ও ‘গেমিং এ১৬’
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ
বাংলাদেশে অফিসিয়াল আইফোন ১৭ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার