মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » স্বামীর পরকীয়া মিতা নূরের মৃত্যুর কারণ !
স্বামীর পরকীয়া মিতা নূরের মৃত্যুর কারণ !
স্বামীর পরকীয়াকে মেনে না নিতে পেরেই জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
জানা যায়, দীর্ঘ ২৪ বছরের সংসার করার পর যখন স্বামীর দিক থেকে এ ধরনের আচরণ পেয়েছেন, তখন তা মেনে নিতে না পারার কারণেই আত্মহত্যার পথ বেছে নেন এ অভিনেত্রী।
পুলিশ বলছে, তারাও এই মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। পাশাপাশি ময়না তদন্তের প্রতিবেদনে মিতা নূরের মৃত্যু কীভাবে হয়েছে, তা পরিস্কার হয়ে যাবে। পাশাপাশি মৃত্যুর কারণ বিষয়ে তদন্ত চলবে।
জানা যায়, স্বামী রানার সঙ্গে পরকীয়া বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরেই মিতা নূরের দ্বন্দ্ব চলে আসছিল। সর্বশেষ গত শনিবার মিতা নূর দুপুরে বাসা থেকে বের হয়ে তার মায়ের বাড়ি বাসাবোতে যান।
এরপর সেখান থেকে নিকেতনে তার স্বামীর অফিসে আসেন। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে ভাঙচুর করেন মিতা নূর। পরে সেখানে পুলিশও যায়। পুলিশ দুজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।
এরপর রোববার মিতা আর বাসা থেকে বের হননি। দুপুর ৩টার দিকে রানা বাসায় আসলে এক সঙ্গে খাওয়া-দাওয়া করেন তারা। পরে রাত ১০টার দিকে রানা বাসায় এসে ছেলেদের সঙ্গে কথা বলে এক সঙ্গে ঘুমাতে যান।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে তাকালে সেখানে মিতার ঝুলন্ত লাশ দেখতে পান শাহনূর।পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।






বাংলাদেশে ২০২৩ সালের উল্লেখযোগ্য সাইবার দুর্ঘটনাসমূহ
তথ্যপ্রযুক্তির যুদ্ধে কার লাভ, কার ক্ষতি
সজীব ওয়াজেদ জয়কে আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-এ ভূষিত; আইসিটি পরিবারের পক্ষ থেকে পলকের অভিনন্দন
আইফোন-৬: ড্রপ টেস্টে ডিসপ্লে চৌচির
নতুন আইসিটি প্রতিমন্ত্রী, নতুন স্বপ্ন, অনেক চ্যালেঞ্জ ( ভিডিও )
নতুন সংস্করণ ফটোশপ সিসিতে থ্রিডি প্রিন্টিংয়ের সুবিধা
কয়েদির পোশাক দেন পরে দেখি কেমন লাগে
অ্যানালগ থেকে ডিজিটাল সম্প্রচারে আসবে স্যাটেলাইট টিভি চ্যানেল গুলো
মোবাইলভিত্তিক খবর অ্যাপের বিরুদ্ধে চীন!!
মোবাইল ফোনেই দেখুন হজ গাইড