 
  শনিবার ● ৫ জুলাই ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » ফেসবুকের লোগো পরিবর্তনের কথা আপনি জানেন তো ?
ফেসবুকের লোগো পরিবর্তনের কথা আপনি জানেন তো ?
মূলত নিজেদের ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য লোগো পরিবর্তনের প্রয়োজন হয়। বাজারে নতুনভাবে আসার জন্য অনেকই পুরো বদলে ফেলেন লোগোকে। ফেসবুক অবশ্য সে পথে হাঁটেনি। লোগের নিচের দিকে সামান্য কিছু পরিবর্তন করা হয়। সহজ ভাষায় বিপণন বিশেষজ্ঞরা বলেন লোগোর পোশাকে জুতোর ফিতে খোলা।
লোগো পরিবর্তন করতে দেখা গিয়েছে গুগল, বিং, ইনস্টাগ্রাম, ইয়াহু, ফিল্পিস, আমেরিকান এয়ারলাইন্স। লোগো পরিবর্তনের হিড়িকে যোগ দিয়েছে ২০১৬ কমনওয়েলথ গেমস এমনকি ২০১৮ শীতকালীন অলিম্পিককেও।
এত সব বড় বড় সংস্থার লোগো পরিবর্তনের সঙ্গে ছিল বিশ্বের সবচয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকও। গত বছর এপ্রিলের শেষের দিকে ফেসবুকের লোগোয় এই পরিবর্তন হয়। কিন্তু অবাক করা কথা হল যখন ফেসবুক ব্যবহারকারীদের লোগো পরিবর্তনের কথা জিজ্ঞাসা করা হল, সবাই মাথা দু দিকে নেড়ে দিলেন। আপনি কী জানেন ২০১৩ সালে ফেসবুকের লোগো পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ নিয়মিত ফেসবুক ব্যবহারকারীই বলেছেন, `না ঠিক জানি না তো।`এমন সমীক্ষার পর কিছুটা হতাশ ফেসবুক কর্তৃপক্ষ। মার্ক জুকারব্যাগের কোম্পানির লোকেরা বলছেন, এত টাকা খরচ করে লোগো চেঞ্জ করে তাহলে লাভ কী হল!
-তানিম






 বিনোদনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
    বিনোদনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম     সেবা অ্যাপ আনল অপো
    সেবা অ্যাপ আনল অপো     এক অ্যাপেই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট
    এক অ্যাপেই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট     এখনই সরিয়ে ফেলুন আইফোনের এই অ্যাপগুলো!
    এখনই সরিয়ে ফেলুন আইফোনের এই অ্যাপগুলো!     অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট
    অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট     নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ
    নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ     আবার চালু হল পাবজি
    আবার চালু হল পাবজি     জনপ্রিয় অ্যাপগুলোর হালকা সংস্করণ
    জনপ্রিয় অ্যাপগুলোর হালকা সংস্করণ     আবারও ক্ষতিকর ম্যালওয়্যার মিলল জনপ্রিয় ২৯ অ্যাপে
    আবারও ক্ষতিকর ম্যালওয়্যার মিলল জনপ্রিয় ২৯ অ্যাপে     জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু     
  
  
  
  
  
 