সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৮, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » চালু হল ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » চালু হল ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’
৯৪০ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালু হল ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’

ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’
মাস্টারকার্ড, উবার, ভিসা, পেপ্যাল, ভোডাফোনের মতো বিশ্বখ্যাত ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’ চালুর ঘোষণা দিল ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার অফিশিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণার কথা জানান।

প্রতিষ্ঠানগুলো মিলে ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়ারও ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।এই সংগঠনের অধীনেই লিবরার দেখভাল করবে একটি বিশেষজ্ঞ টিম।
প্রচলিত মুদ্রা অর্থাৎ ডলার, পাউন্ড, টাকা ইত্যাদির মতো, ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা বা বিনিময় মাধ্যম। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো, লাইটকয়েন ইত্যাদি বেশ জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

লিবরার উদ্দেশ্য সম্পর্কে জাকারবার্গ বলেছেন, লিবরা হবে একটি সহজ অর্থ ব্যবস্থা। যা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে উপকৃত হবেন। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চুয়াল মুদ্রাটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
বিশ্লেষকরা বলছেন, ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি চালু হলে বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আমূল পরিবর্তন আসবে। ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি প্রকল্প সফল হলে, অচিরেই বিশ্বের সব আর্থিক লেনদেন ব্লকচেইন প্রযুক্তির আওতায় চলে আসবে।
এরই মধ্যে বিশ্বের বৃহৎ আর্থিক লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য গ্রাহকসেবাদানকারী প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে ‘লিবরা’ ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চুক্তি করেছে। এসব কোম্পানির মধ্যে ভিসা, মাস্টারকার্ড, পেপ্যাল, উবার, স্ট্রাইপ ও বুকিং ডটকম অন্যতম।

বিশ্লেষকরা বলছেন, মূলত ফেসবুকের ২০০ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর কাছে কতটা জনপ্রিয় হয় এই ডিজিটাল মুদ্রা, তা যাচাই করতেই অন্য কোম্পানিগুলো ফেসবুকের সঙ্গে যোগ দিয়েছে। উদ্যোগটি সফল হলে, তা থেকে লাভবান হওয়ার আশাতেই মাস্টারকার্ড ও ভিসার মতো কোম্পানি ফেসবুকের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, ফেসবুক তার ক্রিপ্টোকারেন্সি ব্যবহার সহজ করতে প্রচলিত এটিএম বুথের মতো ব্যবস্থা রাখার পরিকল্পনা করছে। এসব বুথ থেকে ‘লিবরা’ মুদ্রা দিয়ে দেশের প্রচলিত সরকারি মুদ্রা নিতে পারবেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করার আগে বেশকিছু আইন-কানুনের মধ্যে দিয়ে যেতে হবে ফেসবুককে। এছাড়া এই মুদ্রার নিরাপত্তা ও মানি-লন্ডারিংয়ের ঝুঁকি নিরসনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখতে হবে। যদিও জাকারবার্গ বলছেন, লিবরা ব্যবহারে প্রত্যেকটি ধাপেই গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাংক অব ইংল্যান্ড এবং ইউএস ট্রেজারি কর্তৃপক্ষের সঙ্গে ফেসবুক আলোচনা করেছে বলে জানা গেছে। এছাড়া, আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে ফেসবুক।



আর্কাইভ

মিরপুর ও এলিফ্যান্ট রোডে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব পলকের
শেষ হল যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪
শাওমি বাংলাদেশের ডিস্ট্রিবিউটরস মিট অনুষ্ঠিত
শুরু হচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ এর অফলাইন পর্ব
অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট
টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
ভিভো ভি৩০ লাইটে ৮০ ওয়াটের চার্জার
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক
ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ