 
  সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » উদ্বোধন করা হলো হুয়াওয়ের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর
উদ্বোধন করা হলো হুয়াওয়ের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

তরতর করে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে। তারই ধারাবাহিকতায় চীনের শেনজেনে এবার উদ্বোধন করা হলো ১ হাজার ৩০০ বর্গমিটার আয়তনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর।
গত ২৮ সেপ্টেম্বর শেনজেনের প্রাণকেন্দ্র মিক্সসি ওয়ার্ল্ড শপিং মলে সরাসরি হুয়াওয়ে পরিচালিত প্রথম এই স্টোরের উদ্বোধন করা হয়। স্টোরে গ্রাহকেরা হুয়াওয়ের সবশেষ বিভিন্ন মডেলের ডিভাইস ঘুরে দেখার পাশাপাশি দ্রুততম ফাইভ-জি সংযোগের অভিজ্ঞতা পাবেন।
স্টোরের উদ্বোধন করেন হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হচ্ছে শেনজেন। আমরা বিশ্বাস করি, হুয়াওয়ের নতুন এই স্টোর কাস্টমার ও হুয়াওয়ের মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করবে। কারণ মিক্সসি ওয়ার্ল্ড বিশ্বের ফ্যাশন, প্রযুক্তি ও শিল্পকলা সচেতন মানুষের মিলনস্থল হিসেবে পরিচিত। এমন একটি স্থানে এই স্টোরটি কাস্টমার ও হুয়াওয়েকে এক সুতোয় নিয়ে আসবে।’
হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হারম্যান ঝু বলেন, ‘আমরা এটাকে রিটেইল স্টোর নয়, কমিউনিটি প্লাজা বলতে চাই। সবার জন্য উন্মুক্ত এই কমিউনিটিতে কাস্টমাররা সবশেষ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’
শেনজেনের সিটি স্কয়ারের আদলে তৈরি করা হয়েছে তিনতলাবিশিষ্ট হুয়াওয়ের এই গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর। পরিবেশবান্ধব সুদৃশ্য ভবনটি ট্রেডিশনাল চাইনিজ ও পশ্চিমা স্থাপত্য দর্শনের সমন্বয়ে তৈরি। এখানে কাস্টমাররা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরেফিরে দেখা ও আড্ডা দিতে পারবেন। পাশাপাশি হুয়াওয়ের ফ্রি কমিউনিটি কোর্সে অংশ নিতে পারবেন।
এখানে প্রযুক্তিপ্রেমী ও অ্যাপ ডেভেলপাররা বিশেষজ্ঞদের কাছে থেকে নানা বিষয় শিখতে পারবেন। তা ছাড়া কাস্টমারদের বিভিন্ন ভাষায় ওয়ান-স্টপ সার্ভিস দিতে প্রস্তুত রয়েছেন ১২০ জন অভিজ্ঞ পরামর্শক।





 অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
    অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা     মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
    মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন     স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
    স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স     ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
    ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে     ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
    ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে     বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
    বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল     হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
    হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার     নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
    নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক     আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ
    আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ     
  
  
  
  
  
 