
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের
অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর একাডেমিক কার্যক্রম চালু করার আবেদন জানিয়েছে কুয়েট গার্ডিয়ান ফোরাম। ১৭ জুলাই ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর এ উপলক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে অবিভাবকরা উল্লেখ করেন গত ৫ মাসের অধিক সময় ধরে অচল অবস্থার কারণে কুয়েটের একাডেমিক কার্যক্রম সম্পূর্নভাবে বন্ধ রয়েছে। ফলে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর জীবন ভীষণ হুমকির সম্মুখীন। অভিভাবকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে। করোনার সময় দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী সহ আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। জুলাই’২০২৪ গণ-অভ্যুত্থানের সময়ও সারাদেশের ন্যয় কুয়েট বন্ধ ছিল। তারপর ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ এক অনাকংখিত ঘটনার পর থেকে একটানা প্রায় ৫ মাসের অধিক কুয়েট এর একাডেমিক সহ সব ধরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা এখনও চলমান। ফলে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেমন ধ্বংসের সম্মুখীন তেমনি শিক্ষার্থীরাও চরম হতাশ ও ক্ষতির সম্মুখীন।
অন্যদিকে শিক্ষার্থীর জীবন থেকে এভাবে ৬ মাস সময় নষ্ট না হলে একজন শিক্ষার্থী ৬ মাস আগে জব মার্কেটে প্রবেশ করতে পারতো।
প্রতিষ্ঠানটির অচলাবস্থা নিরসন করে একাডেমিক সহ সব ধরণের কার্যক্রম সচল করে শিক্ষার্থীদের চরম ক্ষতি ও অভিভাবকদের হতাশামূক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিাবকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।