সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৭ জুলাই ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের ইতিহাসে সবচেয়ে আলোচিত ‘বিশ্বকাপ’
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের ইতিহাসে সবচেয়ে আলোচিত ‘বিশ্বকাপ’
৭৪০ বার পঠিত
সোমবার ● ৭ জুলাই ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকের ইতিহাসে সবচেয়ে আলোচিত ‘বিশ্বকাপ’

download.jpg

ফেসবুক আজ ঘরে ঘরে, মানুষের হাতের মুঠোয়৷ তাই বিশ্বকাপের দ্বিতীয় পর্ব না পার হতেই রেকর্ড এক বিলিয়ন পোস্ট, লাইক ও কমেন্ট পেয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক৷

গত দশ বছরে ফেসবুকে কোনো নির্দিষ্ট বিষয়ে এত বিপুল সংখ্যক পোস্ট, লাইক বা কমেন্ট আর কখনো আসেনি৷ বিশ্বকাপই এখন ফেসবুকের সবচেয় আলোচিত বিষয়৷

১২ই জুন ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধন থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত ২২ কোটি ব্যবহারকারী অন্তত এক বিলিয়ন, অর্থাৎ ১০০ কোটি বার ফেসবুকে সক্রিয় হয়েছেন৷ এই সংখ্যা এত দ্রুত বাড়ছে যে বাকি দিনগুলোতে বিশ্বকাপ হয়ত স্যোশাল মিডিয়ার ইতিহাসেই সবচেয়ে বড় আলোচিত ঘটনা হয়ে দাঁড়াবে৷

ফেসবুকের পরিচালক (পার্টনারশিপ) নিক গ্রুডিন বলেন, ‘‘বিশ্বকাপ নিয়ে ফেসবুকে যে মাত্রায় মাতামাতি চলছে, তা অভূতপূর্ব৷ সবাই রীতিমত মূলধারার মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করে চলেছেন৷”

টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় - এমন বড় ঘটনায় ব্যবহারকারীদের মনোযোগ কেন্দ্রীভূত করে বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর কৌশলে গত বছর প্রথম চমক দেখিয়েছিল মাইক্রোব্লগের ওয়েবসাইট টুইটার৷ তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের মাসে ফেসবুকের এমন সাফল্য এলো৷

এই সাফল্য সম্ভব হয়েছে বিশ্বজুড়ে মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার সহজ হয়ে ওঠার কারণে৷ প্রতি দশজন মোবাইল ব্যবহারকারীর সাতজনই সব সময় ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকছেন এবং ফেসবুক ব্যবহার করছেন৷ বিজ্ঞাপন বাবদে ফেসবুকের যে আয়, তার ৬০ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছ থেকেই আসছে৷

এছাড়া ফুটবলের নিজস্ব আবেদন তো রয়েছেই৷ বিশ্বকাপ শুরুর পর প্রথম সপ্তাহেই এ বিষয়ে শেয়ার, লাইক, কমেন্টের সংখ্যা সুপার বোল, উইন্টার অলিম্পিক ও অস্কার পুরস্কার বিতরণীর মিলিত রেকর্ডকে ছাড়িয়ে যায়৷ ওই সাত দিনেই ফেসবুকে বিশ্বকাপ আলোচনায় সম্পৃক্ত হন ৪৫ কোটি ৯০ লাখ ব্যবহারকারী৷

বিশ্বকাপ নকআউট পর্বে গড়ানোর সঙ্গে সঙ্গে ফেসবুকেও উন্মাদনা বাড়তে থাকে৷ প্রথম দিন ব্রাজিল-চিলি শ্বাসরুদ্ধকর ম্যাচ নিয়েই সাড়ে সাত কোটি পোস্ট, লাইক ও কমেন্ট করেন ৩ কোটি ১০ লাখ ব্যবহারকারী৷

নিক গ্রুডিন বলেন, ‘‘বিশ্বকাপ সারা বিশ্বের সব সংস্কৃতির মিলনের একটি বড় অনুঘটক৷ ফেসবুকে আমরা তারই প্রতিফলন দেখছি৷সংবাদ২৪



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্থানীয় ব্যবসায়ীদের সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জনিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই এবং টেলিফোন সেবা উদ্বোধন
‘প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন
দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি
গ্রাহকসেবায় আন্তর্জাতিক ‘ডেটা ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ
রেনো ১৪ ফাইভজিতে গিফটস অফার নিয়ে এলো অপো
বাংলাদেশের বাজারে টেকনো মেগাবুক টি১ ১৫.৬
স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো রবি
গুলশান নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন
আইসিটি বিভাগ থেকে এক লক্ষ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেয়া হবে: ফয়েজ আহমদ তৈয়্যব