 
  সোমবার ● ৭ জুলাই ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের ইতিহাসে সবচেয়ে আলোচিত ‘বিশ্বকাপ’
ফেসবুকের ইতিহাসে সবচেয়ে আলোচিত ‘বিশ্বকাপ’
ফেসবুক আজ ঘরে ঘরে, মানুষের হাতের মুঠোয়৷ তাই বিশ্বকাপের দ্বিতীয় পর্ব না পার হতেই রেকর্ড এক বিলিয়ন পোস্ট, লাইক ও কমেন্ট পেয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক৷
গত দশ বছরে ফেসবুকে কোনো নির্দিষ্ট বিষয়ে এত বিপুল সংখ্যক পোস্ট, লাইক বা কমেন্ট আর কখনো আসেনি৷ বিশ্বকাপই এখন ফেসবুকের সবচেয় আলোচিত বিষয়৷
১২ই জুন ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধন থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত ২২ কোটি ব্যবহারকারী অন্তত এক বিলিয়ন, অর্থাৎ ১০০ কোটি বার ফেসবুকে সক্রিয় হয়েছেন৷ এই সংখ্যা এত দ্রুত বাড়ছে যে বাকি দিনগুলোতে বিশ্বকাপ হয়ত স্যোশাল মিডিয়ার ইতিহাসেই সবচেয়ে বড় আলোচিত ঘটনা হয়ে দাঁড়াবে৷
ফেসবুকের পরিচালক (পার্টনারশিপ) নিক গ্রুডিন বলেন, ‘‘বিশ্বকাপ নিয়ে ফেসবুকে যে মাত্রায় মাতামাতি চলছে, তা অভূতপূর্ব৷ সবাই রীতিমত মূলধারার মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করে চলেছেন৷”
টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় - এমন বড় ঘটনায় ব্যবহারকারীদের মনোযোগ কেন্দ্রীভূত করে বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর কৌশলে গত বছর প্রথম চমক দেখিয়েছিল মাইক্রোব্লগের ওয়েবসাইট টুইটার৷ তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের মাসে ফেসবুকের এমন সাফল্য এলো৷
এই সাফল্য সম্ভব হয়েছে বিশ্বজুড়ে মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার সহজ হয়ে ওঠার কারণে৷ প্রতি দশজন মোবাইল ব্যবহারকারীর সাতজনই সব সময় ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকছেন এবং ফেসবুক ব্যবহার করছেন৷ বিজ্ঞাপন বাবদে ফেসবুকের যে আয়, তার ৬০ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছ থেকেই আসছে৷
এছাড়া ফুটবলের নিজস্ব আবেদন তো রয়েছেই৷ বিশ্বকাপ শুরুর পর প্রথম সপ্তাহেই এ বিষয়ে শেয়ার, লাইক, কমেন্টের সংখ্যা সুপার বোল, উইন্টার অলিম্পিক ও অস্কার পুরস্কার বিতরণীর মিলিত রেকর্ডকে ছাড়িয়ে যায়৷ ওই সাত দিনেই ফেসবুকে বিশ্বকাপ আলোচনায় সম্পৃক্ত হন ৪৫ কোটি ৯০ লাখ ব্যবহারকারী৷
বিশ্বকাপ নকআউট পর্বে গড়ানোর সঙ্গে সঙ্গে ফেসবুকেও উন্মাদনা বাড়তে থাকে৷ প্রথম দিন ব্রাজিল-চিলি শ্বাসরুদ্ধকর ম্যাচ নিয়েই সাড়ে সাত কোটি পোস্ট, লাইক ও কমেন্ট করেন ৩ কোটি ১০ লাখ ব্যবহারকারী৷
নিক গ্রুডিন বলেন, ‘‘বিশ্বকাপ সারা বিশ্বের সব সংস্কৃতির মিলনের একটি বড় অনুঘটক৷ ফেসবুকে আমরা তারই প্রতিফলন দেখছি৷সংবাদ২৪






 অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
    অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা     মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
    মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন     স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
    স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স     ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
    ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে     ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
    ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে     বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
    বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল     হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
    হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার     নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
    নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক     আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ
    আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ     
  
  
  
  
  
 