 
  বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অ্যাপস কর্নার » পোশাক বাছাই করে দেবে স্মার্টফোন অ্যাপ
পোশাক বাছাই করে দেবে স্মার্টফোন অ্যাপ
আজ আপনি কোন পোশাকটি পরিধান করবেন? ঠিক করতে পারছেন না? আপনার মত এমন অনেকেই আছেন যারা অনেকগুলো পোশাকের মধ্য থেকে ঠিক বুঝে উঠতে পারেন না কখন কোন পোশাকটি পরা উচিত। আর তাদের জন্য চালু হয়েছে একটি নতুন স্মার্টফোন অ্যাপ। ক্লসেট স্পেস নামক এই অ্যাপটি মূলত আপনার ওয়ারড্রোবে থাকা সকল পোশাকের একটি আতালিকা তৈরি করে। পরবর্তীতে বাইরের আবহাওয়ার সাথে মিলিয়ে সেখান আপনার জন্য উপযুক্ত আরামদায়ক পোশাকটি নির্বাচন করে দেয়।
অ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমেই আপনার বিভিন্ন পোশাকের জন্য ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরি করতে হবে অ্যাপে। সেখানে পোশাকটি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। সকল পোশাক আবার ব্র্যান্ড, ফেব্রিকের ধরন, সাইজ, রং এবং পোশাকটি কিনতে আপনার কত খরচ হয়েছে, এসকল বিষয়ের উপর ভিত্তি করে আলাদা আলাদা তালিকায় যুক্ত হবে। এছাড়া কোন পোশাকটি কোন উৎসব কিংবা কখন পরার উপযোগী, সে অনুসারেও একটি তালিকা তৈরি করে দেবে ক্লসেট স্পেস।
এছাড়া আপনি চাইলে গুগল ক্যালেন্ডারের সাথে সিঙ্ক করে নিতে পারবেন ক্লজেট স্পেস। ফলে আপনি একটি পোশাক কবে পরেছেন এবং আবার কবে পরতে চান, সেটি কষ্ট করে মনে রাখার প্রয়োজন পড়বে না।
বর্তমানে শুধুমাত্র নারীদের জন্যই বিশেষভাবে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর এ ব্যাপারে ক্লসেট স্পেসের মূল প্রতিষ্ঠান স্টাইলিটিক্সের সিইও রোহান ডিউস্কার জানান, “আমরা কেন শুধুমাত্র নারীদের জন্যই এই অ্যাপটি ডিজাইন করেছি, সেটি সবার কাছে খুবই সাধারণ একটি ব্যাপার সবার জন্য। আমরা সবাই জানি যে নারীরা তাদের পোশাক-আশাকের জন্য অনেক সময় ব্যয় করে।” তবে তিনি জানান, শীঘ্রই ছেলেদের জন্যও এটি চালু করা হবে।
অ্যাপটি ইতোমধ্যেই বিভিন্ন অ্যাপ মার্কেটে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। চাইলে এই ঠিকানা থেকে এটি নামিয়ে নিতে পারবেন।






 বিনোদনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
    বিনোদনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম     সেবা অ্যাপ আনল অপো
    সেবা অ্যাপ আনল অপো     এক অ্যাপেই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট
    এক অ্যাপেই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট     এখনই সরিয়ে ফেলুন আইফোনের এই অ্যাপগুলো!
    এখনই সরিয়ে ফেলুন আইফোনের এই অ্যাপগুলো!     অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট
    অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট     নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ
    নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ     আবার চালু হল পাবজি
    আবার চালু হল পাবজি     জনপ্রিয় অ্যাপগুলোর হালকা সংস্করণ
    জনপ্রিয় অ্যাপগুলোর হালকা সংস্করণ     আবারও ক্ষতিকর ম্যালওয়্যার মিলল জনপ্রিয় ২৯ অ্যাপে
    আবারও ক্ষতিকর ম্যালওয়্যার মিলল জনপ্রিয় ২৯ অ্যাপে     জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু     
  
  
  
  
  
 