
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ এর আঞ্চলিক পর্ব
শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ এর আঞ্চলিক পর্ব
রংপুর আঞ্চলিক পর্বের মাধ্যমে পর্দা নামলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (ডাব্লিউআরওবিডি) ২০২৫-এর আঞ্চলিক পর্ব। সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৮ আগস্ট এই প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে ১৯টি দল দুটি ভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।
এবার প্রথমবারেরমতো প্রতিযোগিতাটি আঞ্চলিক কাঠামোতে আয়োজন করা হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের এলাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আঞ্চলিক বিজয়ীরা জাতীয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। জাতীয় পর্ব সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত দলগুলো সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডাব্লিউআরও) এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করবে।