 
  মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » জনপ্রিয় ডেটিং অ্যাপ গ্রিন্ডার বেচে দিতে চীনা প্রতিষ্ঠানের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
জনপ্রিয় ডেটিং অ্যাপ গ্রিন্ডার বেচে দিতে চীনা প্রতিষ্ঠানের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
 
বাণিজ্য শুল্ক নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন। নিজেদের স্বার্থ উদ্ধারে কৌশলীও হয়ে উঠেছে তারা। ট্রাম্প প্রশাসন কোনো মার্কিন প্রতিষ্ঠানের চীনা অধিগ্রহণ ঠেকাতে আটঘাট বেঁধে নেমেছে। সে ধারাবাহিকতায় জাতীয় নিরাপত্তার অজুহাতে সমকামীদের জনপ্রিয় ডেটিং অ্যাপ গ্রিন্ডার বেচে দিতে চীনা প্রতিষ্ঠানের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। চীনা প্রতিষ্ঠানটি দুই বছর আগে এ প্রযুক্তি কোম্পানিটি অধিগ্রহণ করে। বিষয়টি সম্পর্কে অবগত, এমন অন্তত দুজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৬ সালে ৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ডেটিং অ্যাপ গ্রিন্ডারের ৬০ শতাংশ মালিকানা কিনে নেয় চীনা প্রতিষ্ঠান বেইজিং কুনলুন টেক করপোরেশন লিমিটেড। এরপর ২০১৮ সালে ১৫ কোটি ডলারের বেশি দিয়ে মালিকানার বাকিটুকুও কিনে নেয় প্রতিষ্ঠানটি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ-বিষয়ক কমিটিই মূলত চীনা প্রতিষ্ঠানকে গ্রিন্ডার বেচতে চাপ প্রয়োগ করছে। এ কমিটি সাধারণত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ন্ত্রণে কোনো বিদেশী ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করছে কিনা কিংবা কোনো চুক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা, সেগুলো দেখাশোনা করে।
তবে সামাজিক যোগাযোগের জন্য ব্যবহূত কোনো অ্যাপে বিদেশী নিয়ন্ত্রণ থাকলে সেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যুক্তরাষ্ট্রে এ ধরনের অভিযোগ এটাই প্রথম।
বিষয়টি সম্পর্কে জানেন এমন দুজন ব্যক্তি রয়টার্সকে বলেন, মূল উদ্বেগের বিষয় হলো, চীন এ অ্যাপে মার্কিন কর্মকর্তা বা ঠিকাদারদের যৌনজীবন, তাদের আচরণের তথ্য হস্তগত করে ব্ল্যাকমেইল করতে পারে।
খবরে বলা হয়েছে, চীন সরকার এ অ্যাপ থেকে তথ্য নিয়ে ব্যবহার করেছে কিনা, সে বিষয়েও কোনো তথ্য নেই। ফলে হঠাৎ করে কেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগ উঠছে তা পরিষ্কার নয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ-বিষয়ক কমিটি ও বেইজিং কুনলুন টেক করপোরেশন লিমিটেড কোনো মন্তব্য করেনি। তবে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, এরই মধ্যে বেইজিং কুনলুন টেক করপোরেশন লিমিটেড অ্যাপটির মালিকানা বিক্রির জন্য ক্রেতা খুঁজতে শুরু করেছে।





 অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
    অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা     মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
    মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন     স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
    স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স     ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
    ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে     ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
    ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে     বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
    বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল     হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
    হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার     নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
    নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক     আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ
    আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ     
  
  
  
  
  
 